বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘শ্রীলঙ্কার তামিলদের সাহায্য করতে চাই’, মোদীর কাছে অনুমতি চাইলেন স্ট্যালিন

‘শ্রীলঙ্কার তামিলদের সাহায্য করতে চাই’, মোদীর কাছে অনুমতি চাইলেন স্ট্যালিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (PTI)

৪০ পাতার স্মারকলিপিতে মোদীর কাছে ১৪টি দাবি পেশ করেন স্ট্যালিন।

ঋণের বোঝায় দেউলিয়া শ্রীলঙ্কা। জ্বালানির আকাশছোঁয়া দাম। খাদ্য সংকটে নাজেহাল পরিস্থিতি লঙ্কাবাসীর। এরই মধ্যে সেদেশের মানুষ রাস্তায় নেমেছে। দেশের উত্তরে বসবাসরত অনেক তামিল আবার দেশ ছেড়ে ভারতে আসার চেষ্টা করেছেন। অনেকে তো সমুদ্র পার করে এদেশে চলেও এসেছেন। এই আবহে ফের জেগে উঠেছে দ্রাবিড় আবেগ। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কেন্দ্রের সম্মতির আর্জি জানালেন যাতে রাজ্য সরকার লঙ্কার তামিলদের সাহায্য করতে পারে।

চলতি বছর ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভারত শ্রীলঙ্কাকাকে ২.৪ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্যাকেজ দিয়েছে। তবে তাতে বিশেষ কোনও বদল আসেনি দেশটির অর্থনৈতিক পরিস্থিতিতে। এই আবহে এমকে স্ট্যালিন দ্বীপরাষ্ট্রে বসবাসকারী তামিলদের জন্য রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় পণ্য এবং জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমতি চেয়েছেন। মোট ৪০ পাতার স্মারকলিপিতে মোদীর কাছে ১৪টি দাবি পেশ করেন স্ট্যালিন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানান যাতে বিদেশ মন্ত্রকের তরফে শ্রীলঙ্কা সরকারকে বলা হয় যে সেদেশের তামিলদের সিংহলিদের মতো সমান অধিকার দিতে হবে। 

এছাড়া তামিলনাড়ুর মত্স্যজীবীদের উপর শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনীর হামলার বিষয়েও স্ট্যালিন আলোচনা করেন মোদীর সঙ্গে। তিনি কাচাথিভু দ্বীপ পুনরুদ্ধারের দাবিও জানান মোদীর কাছে। এই দ্বীপটিতে কেউ বসবাস না করলেও মত্স্যজীবীদের সীমান্ত নির্ধারণে ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। ১৯৭৬ সালে ভারত এই দ্বীপটি শ্রীলঙ্কাকে হস্তান্তর করেছিল।

 

 

বন্ধ করুন