বাংলা নিউজ > ঘরে বাইরে > MLA Raja Singh Suspended By BJP: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, বিধায়ককে দল থেকে সাসপেন্ড করল BJP

MLA Raja Singh Suspended By BJP: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, বিধায়ককে দল থেকে সাসপেন্ড করল BJP

তেলাঙ্গানার বিধায়ক টি রাজা সিং (PTI)

হজরত মহম্মদের নামে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হন তেলাঙ্গানার বিধায়ক টি রাজা সিং। এবার চাপের মুখে সেই বিধায়ককে দল থেকে সাসপেন্ড করল বিজেপি।

হজরত মহম্মদের নামে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হন তেলাঙ্গানার বিধায়ক টি রাজা সিং। এবার চাপের মুখে সেই বিধায়ককে দল থেকে সাসপেন্ড করল বিজেপি। এর আগে পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে নূপুর শর্মাকে সাসপেন্ড করেছিল বিজেপি। এই আবহে বিজেপি কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এদিন একটি আদেশ জারি করে রাজাকে সাসপেন্ড করা হয়। সাসপেনশনের আদেশে বলা হয়েছে, ‘বিভিন্ন বিষয়ে দলের অবস্থানের বিপরীত মতামত প্রকাশ করেছেন রাজা। ভারতীয় জনতা পার্টির সংবিধানের বিধি লঙ্ঘন করেছেন তিনি।’ এদিকে আজ তেলাঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি বন্দি সঞ্জয়কেও গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির নিন্দা জানান বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নড্ডা। তবে টি রাজা সিং নিয়ে কোনও শব্দ খরচ করেননি তিনি।

এদিন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেন, ‘বিজেপি তেলাঙ্গানা রাজ্যে সভাপতি বন্দি সঞ্জয়কে টিআরএস সরকারের বেআইনি ভাবে গ্রেফতার করেছে। এই গ্রেফতারির তীব্র নিন্দা জানাই আমি। কেসিআর-র দুর্নীতিগ্রস্ত এবং পরিবারকেন্দ্রিক শাসনের বিরুদ্ধে রাজ্যের সমস্ত কোণা থেকে বিজেপি ব্যাপক সমর্থন পাচ্ছে। তা দেখে চিন্তিত কেসিআর।’ নড্ডা আরও বলেন, ‘আমরা টিআরএস সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে লড়াই করব।’

আরও পড়ুন : অর্পিতার সঙ্গে ভাইরাল তৃণমূল বিধায়কের ভিডিয়ো, মুখ খুললেন যুবনেতা

প্রসঙ্গত, ইউটিউবে পোস্ট করা ভিডিয়োতে বিধায়ক টি রাজা সিং বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শহরের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয়৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির কাজকে কটাক্ষ করছেন। সেই সময়ই পয়গম্বরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। এদিকে বিজেপি নেতার অভিযোগ ছিল, ফারুকি তাঁর শোয়ে হিন্দু দেবতাদের অপমান করেছেন। তবে এখন তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নিজেই কারাগারে বিজেপি নেতা। এর আগে গত সপ্তাহে হায়দরাবাদে ফারুকির অনুষ্ঠান ভণ্ডুল করে দিতে চেয়েছিলেন টি রাজা সিং৷ সেই সময় তাঁর নিজের বাড়িতে তাঁকে প্রিভেনটিভ কাস্টডিতে রাখা হয়েছিল৷

বন্ধ করুন