জম্মু ও কাশ্মীরের সোনাওয়ারির বিধায়ক হিলাল আকবর লোন শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় যখন জাতীয় সংগীত হচ্ছিল তখন তিনি উঠে দাঁড়াননি বলে অভিযোগ। এবার পুলিশ তাঁর সম্পর্কে খোঁজখবর শুরু করল। তবে ওই বিধায়ক জানিয়েছেন তাঁর শারীরিক কিছু সমস্যা রয়েছে। সেকারণে তিনি উঠে দাঁড়াতে পারেননি।
শেরি কাশ্মীর ইন্টারন্যাশানাল কনভেনশন সেন্টারে সভা ছিল। তাঁর দলের নেতা ওমর আবদুল্লাহ মুখ্য়মন্ত্রী হিসাবে সেদিন শপথ নিয়েছিলেন। সেদিন পাঁচ মন্ত্রীও শপথ নিয়েছিলেন। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিধায়ক।
তবে গোটা ঘটনা নিয়ে সাফাই দিয়েছেন ওই বিধায়ক। তিনি জানিয়েছেন, ওই হলের মধ্য়ে আমি মিডিয়ার সঙ্গে কথা বলেছিলাম। তারপরই জাতীয় সংগীত শুরু হয়েছিল। আমি কিছুক্ষণ উঠে দাঁড়াই।কিন্তু আমার পিঠে যন্ত্রণা হচ্ছিল। সেকারণে বসে পড়তে বাধ্য় হই।
জাতীয় সংগীতকে অপমান করার অভিপ্রায় আমার নেই। কিন্তু সেদিন জাতীয় সংগীত শুরু হতেই পিঠে ব্যাথা হচ্ছিল। তিনি বলেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে কেউ যদি জাতীয় সংগীত হওয়ার সময় উঠে দাঁড়াতে না পারেন সেটা দোষের নয়। তবে সেই সময় গণ্ডগোল বা অশান্তি করা যাবে না। সেটা দোষের। তিনি বলেন, আমার দল ও আমাদের নেতাকে অস্বস্তিতে ফেলবে তেমন কাজ আমি করব কেন?
শ্রীনগর পুলিশ জানিয়েছে, এসপি মর্যাদার এক আধিকারিকের মাধ্যমে প্রাথমিক তদন্ত করা হচ্ছে।