সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের স্বৈরাচারী শাসন ভূলুণ্ঠিত হতেই তাঁর প্রাসাদে ঝাঁপিয়ে পড়ল আমজনতা। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসস্থানে ঢুকে চলল অবাধে লুটপাট! ফিরে এল বাংলাদেশ ও শ্রীলঙ্কার স্মৃতি!
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে দাবি করা হচ্ছে, সেই অনুসারে - ক্ষমতা হাত থেকে বেরিয়ে গিয়েছে, এটা বোঝার পরই কোনও মতে দেশ ছেড়ে পালান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে দাবি করা হচ্ছে, সিরিয়ার সেনাবাহিনীর দুই উচ্চপদস্থ কর্তা তাদের এই তথ্য দিয়েছেন।
সূত্রের দাবি, এই খবর চাউর হতেই প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ে আমজনতা। ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নানা বয়সের মহিলা ও পুরুষ ওই প্রাসাদের ঢুকে পড়েছেন। তাঁরা অবাধে নানা সামগ্রী একেবারে 'আপন মনে করে' তুলে নিয়ে যাচ্ছেন!
এখনও পর্যন্ত যে খবর সামনে এসেছে, তাতে জানা গিয়েছে, বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ। তবে তাঁর গন্তব্য সম্পর্কে এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সূত্রের দাবি, সশস্ত্র বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামাস্কাসে পৌঁছতেই দেশ ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট। সবথেকে বড় কথা হল, এমনটা দাবি করা হচ্ছে যে বিদ্রোহীদের দামাস্কাসে ঢোকার মুখে তেমন কোনও বিরোধিতার মুখেও পড়তে হয়নি!
এদিকে, প্রেসিডেন্টের বাসভবনে সিরিয়ার আমনাগরিকদের এই 'অনুপ্রবেশ' ও লুটপাটের ভিডিয়ো ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেসব দেখে নেট ব্যবহকারীরা নানা ধরনের মন্তব্য করছেন। কেউ কেউ আবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে নানা তথ্য সরবরাহ করছেন।
এক এক্স ইউজার যেমন লিখেছেন, 'আমজনতা আসাদের প্রাসাদে ঢুকে পড়েছে এবং ইচ্ছা মতো লুটপাট করছে।' আর একজন লিখেছেন, 'আসাদ দেশ ছেড়ে পালাতেই সিরিয়ার মানুষ তাঁর প্রাসাদে ঢুকে পড়েছেন।'
তবে, সিরিয়ার আমজনতা যে শুধুমাত্র প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাট চালাচ্ছে, তা নয়। বাশার আল-আসাদের একটি মূর্তিও ভাঙচুর করেছে তারা। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ইদানীংকালে এই ধরনের ছবি যেন বড্ড বেশিই দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বিশ্বের নানা প্রান্তে।
২০২২ সালে যখন গণ-অভ্যুত্থানের ফলে শ্রীলঙ্কায় তৎকালীন সরকারের পতন হয়েছিল, সেই সময়েও আমজনতার সমস্ত রাগ গিয়ে পড়েছিল প্রেসিডেন্টের বিলাসবহুল প্রাসাদের উপর। সেই সময় সেই প্রাসাদে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল শ্রীলঙ্কার আমজনতা।
সম্প্রতি আমাদের পড়শি বাংলাদেশেও ধরা পড়ে একই দৃশ্য। ছাত্র আন্দোলনের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর ঠিক একইভাবে তাঁর বাসভবনে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। হাসিনার বাসভবন থেকে শাড়ি, ব্লাউজ পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়!