'বর্তমান সামজের নারীদের বিয়েতে অনীহা রয়েছে, তাঁরা সন্তানও নিতে চান না।' এমনই আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ডঃ কে সুধাকর। রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়ান্সেসে বক্তব্য রাখছিলেন ডঃ কে সুধাকর। সেখানেই তিনি দাবি করেন, অনেকেই বিয়ে না-করে সিঙ্গল থাকতে চাইছেন, আবার মা হওয়ার জন্য অনেকেই শুধু ভরসা রাখতে চাইছেন সারোগেসির উপর।
ডঃ সুধাকর বলেন, 'আজ দুঃখের সঙ্গে আমায় এটা বলতে হচ্ছে যে, ভারতের বহু আধুনিক মহিলা এখন সিঙ্গল থাকতে চান। যদি তাঁরা বিয়েও করেন, তবে তাঁরা আর বাচ্চার জন্ম দিতে চান না। তাঁরা চান সারোগেসি। ফলে আমাদের ভাবনাচিন্তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেটা ঠিক নয়। দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমি পথে হাঁটছি। আমরা চাই না যে, আমাদের বাবা-মা আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে দাদা-দিদা থাকুন, সেটাও চাই না।'
এদিকে মন্ত্রী আরও বলেন, 'স্ট্রেস ম্যানেজমেন্ট একটা শিল্প। এই শিল্প ভারতীয়দের শেখার কোনও প্রয়োজন নেই। বিশ্বকে আমরা এটা শেখাতে পারি। কারণ যোগ, ধ্যান ও প্রাণায়ামের মতো দারুণ সব জিনিস হাজার হাজার বছর আগেই বিশ্বকে শিখিয়ে গিয়েছেন আমাদের পূর্ব পুরুষরা।' মানসিক স্বাস্থ্যের উপর কোভিডের প্রভাব প্রসঙ্গে সুধাকর বলেন, 'অতিমারির জেরে সরকার কোভিড ১৯ রোগীদের কাউন্সেলিং শুরু করেছে। এখনও পর্যন্ত কর্নাটকে আমরা ২৪ লক্ষ কোভিড রোগীর কাউন্সেলিং করেছি। অন্য কোনও রাজ্য এটা করেছে বলে আমি তো শুনিনি।'