নিজেদের দাবিতে অটল কৃষকরা। চলছে আন্দোলন। সেই আন্দোলনের রেশ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কৃষক নেতারা। তারইমধ্যে আবারও নয়া তিন কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’-এ তিনি জানান, যে কোনও ক্ষেত্রের মতোই কৃষির আধুনিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে ভারতের কৃষিক্ষেত্রে আধুনিকীকরণের বীজ রোপন করা প্রয়োজনীয়।
নিজের মাসিক রেডিয়ো অনুষ্ঠানে মোদী বলেন, ‘জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিনবত্ব ও আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ। নাহলে তা আমাদের উপর বোঝা হয়ে দাঁড়ায়। বর্তমানে ভারতের কৃষিক্ষেত্রেও আধুনিকীকরণ প্রয়োজনীয়। ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমরা অনেকটা সময় হারিয়েছি।’ কী কারণে কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ, সেই ব্যাখ্যাও দেন মোদী। বলেন, ‘কৃষিক্ষেত্রে নয়া কর্মসংস্থান তৈরি, কৃষকদের আয় বৃদ্ধির জন্য চিরাচরিত চাষবাসের পদ্ধতির পাশাপাশি নয়া বিকল্প এবং উদ্ভাবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া একইরকমভাবে গুরুত্বপূর্ণ।’
রবিবার মৌমাছি পালনের উপরও গুরুত্ব আরোপ করেন মোদী। জানান, কীভাবে কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করছে মৌমাছি পালন প্রক্রিয়া। সেই সময় তুলে ধরেন দার্জিলিঙের উদাহরণও। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মধ্যে যে উদাহরণের তাৎপর্য আরও বেড়েছে। মোদীর কথায়, ‘অনেক চাষি মৌমাছি পালনের দিকে ঝুঁকছেন। দার্জিলিঙের গুরদাং গ্রামের মানুষরা মৌমাছি পালন শুরু করেছেন। তাঁরা যে মধু জোগাড় করেন, বর্তমানে তার জোগানও উল্লেখজনকভাবে বেড়েছে। তার ফলে তাঁদের আয়ও বাড়ছে। যা আত্মনির্ভর ভারতের লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করছে।’