বাংলা নিউজ > ঘরে বাইরে > 'কৃষিতে আধুনিকীকরণ দরকার, অনেক সময় নষ্ট হয়েছে', মোদী ‘মনের’ কথায় দার্জিলিংও

'কৃষিতে আধুনিকীকরণ দরকার, অনেক সময় নষ্ট হয়েছে', মোদী ‘মনের’ কথায় দার্জিলিংও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্য পিটিআই)

নয়া তিন কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজেদের দাবিতে অটল কৃষকরা। চলছে আন্দোলন। সেই আন্দোলনের রেশ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কৃষক নেতারা। তারইমধ্যে আবারও নয়া তিন কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ‘মন কি বাত’-এ তিনি জানান, যে কোনও ক্ষেত্রের মতোই কৃষির আধুনিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে ভারতের কৃষিক্ষেত্রে আধুনিকীকরণের বীজ রোপন করা প্রয়োজনীয়।

নিজের মাসিক রেডিয়ো অনুষ্ঠানে মোদী বলেন, ‘জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিনবত্ব ও আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ। নাহলে তা আমাদের উপর বোঝা হয়ে দাঁড়ায়। বর্তমানে ভারতের কৃষিক্ষেত্রেও আধুনিকীকরণ প্রয়োজনীয়। ইতিমধ্যে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমরা অনেকটা সময় হারিয়েছি।’ কী কারণে কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ গুরুত্বপূর্ণ, সেই ব্যাখ্যাও দেন মোদী। বলেন, ‘কৃষিক্ষেত্রে নয়া কর্মসংস্থান তৈরি, কৃষকদের আয় বৃদ্ধির জন্য চিরাচরিত চাষবাসের পদ্ধতির পাশাপাশি নয়া বিকল্প এবং উদ্ভাবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া একইরকমভাবে গুরুত্বপূর্ণ।’

রবিবার মৌমাছি পালনের উপরও গুরুত্ব আরোপ করেন মোদী। জানান, কীভাবে কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করছে মৌমাছি পালন প্রক্রিয়া। সেই সময় তুলে ধরেন দার্জিলিঙের উদাহরণও। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মধ্যে যে উদাহরণের তাৎপর্য আরও বেড়েছে। মোদীর কথায়, ‘অনেক চাষি মৌমাছি পালনের দিকে ঝুঁকছেন। দার্জিলিঙের গুরদাং গ্রামের মানুষরা মৌমাছি পালন শুরু করেছেন। তাঁরা যে মধু জোগাড় করেন, বর্তমানে তার জোগানও উল্লেখজনকভাবে বেড়েছে। তার ফলে তাঁদের আয়ও বাড়ছে। যা আত্মনির্ভর ভারতের লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করছে।’

পরবর্তী খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.