রেজাউল এইচ লস্কর
১১ই এপ্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ভার্চুয়াল মিটিংয়ের দিন মোটামুটি ঠিক হয়ে গেল। এদিকে রাশিয়া- ইউক্রেনের যুদ্ধের পটভূমিকায় এবার দুই দেশের মধ্যে মিটিংকে ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে উঠেছে। এসবের মধ্যেই গোটা বিশ্বের উপরেও এই যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। গত মাসে জো বাইডেনের তাৎপর্যপূর্ণ মন্তব্য, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে গোটা বিশ্ব জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সেই নিরিখে ভারতের অবস্থান কিছুটা নড়বড়ে। বাইডেনের এই মন্তব্যকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছিল গোটা বিশ্বজুড়ে। এবার বাইডেন মিটিংয়ে কোন প্রসঙ্গ উত্থাপন করেন সেদিকেই তাকিয়ে গোটা দুনিয়া।
এদিকে বিদেশমন্ত্রকের বিবৃতি অনুসারে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের নিরিখে দুপক্ষের মধ্য়ে একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল মিটিং হবে এবার। মিটিং প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নিষ্ঠুর যুদ্ধের ফলাফল নিয়ে মিটিংয়ে আলোকপাত করা হবে। পাশাপাশি যুদ্ধের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে খাদ্যের সরবরাহেও প্রভাব পড়তে পারে। সেটাকে স্থিতিশীল করার নিরিখেও আলোচনা হতে পারে এই মিটিংয়ে। তাঁর মতে, দুদেশের মধ্যে এই মিটিংয়ে সরকার, অর্থনীতি ও দুদেশের মানুষদের নিয়ে আলোচনা হবে।
এদিকে দুদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি দুদেশের প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রীদের মধ্যেও বৈঠকে হবে ওইদিনই। বিদেশমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, সাউথ এশিয়া ও ইন্দো প্যাসিফিক রিজিয়নের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।