হিরোশিমায় গান্ধী মূর্তি উন্মোচনের পর মোদী টুইটে লেখেন, ‘হিরোশিমার নাম শুনলে আজও পৃথিবী আতঙ্কিত হয়ে পড়ে। এই শহরে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন বিশেষ বার্তাবহ। আজ বিশ্বের লাখ লাখ মানুষকে শক্তি দিচ্ছে মহাত্মার শান্তি, অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা।’
1/6জাপানে জি৭ সামিট উপলক্ষ্যে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত, জি ৭ বৈঠকে ভারত 'আমন্ত্রিত দেশ'। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছেন মোদী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তাঁকে সাদরে গ্রহণ করেন হিরোশিমায়। এরপর একাধিক কর্মসূচির মধ্যে ব্যস্ত হয়ে পড়েন দেশের প্রধানমন্ত্রী। এদিকে জি৭ সামিটে কার্যত চিনের নাম না করে রাষ্ট্রসংঘের চার্টারের বিধি রক্ষায় ভারত ব্রতী বলে বার্তা দিয়েছেন তিনি। এছাড়াও ইউক্রেন সমস্যায় শান্তির পক্ষে ভারত যেকোনও ভূমিকায় নামতে রাজি বলেও জি৭ এ বড় বার্তা দেন তিনি। (Photo by JAPAN POOL / JIJI PRESS / AFP) / Japan OUT (PTI)
2/6হিরোশিমায় শনিবার মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেন মোদী। পরমাণু যুদ্ধে বিধ্বস্ত হিরোশিমার বুকে ভারতের অহিংস আন্দোলনের পথিকৃত মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন নিঃসন্দেহে বড় বার্তা। এর পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন মোদী। সেই বৈঠক সম্পর্কে নিজের টুইটে মোদী লিখেছেন, ‘জাপানের প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে আজ সকালে ইতিবাচক বৈঠক হয়েছে। ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক খতিয়ে দেখছি আমরা। এর সঙ্গেই ভারতের জি ২০ সভাপতিত্ব ও জি ৭ প্রেসিডেন্সি নিয়েও আলোচনা হয়েছে। ’(ANI Photo) (PTI)
3/6হিরোশিমায় গান্ধী মূর্তি উন্মোচনের পর মোদী টুইটে লেখেন, ‘হিরোশিমার নাম শুনলে আজও পৃথিবী আতঙ্কিত হয়ে পড়ে। এই শহরে মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন বিশেষ বার্তাবহ। আজ বিশ্বের লাখ লাখ মানুষকে শক্তি দিচ্ছে মহাত্মার শান্তি, অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা।’ (PTI Photo) (PTI05_20_2023_000034A) (PTI)
4/6এদিকে, শনিবার একগুচ্ছ কর্মসূচির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রীরা যোগ দেন জি সেভেন সামিটে। মোদী চিনের নাম না করে বলেছেন,' ভারত দেশের সৌভ্রাতৃত্ব, ঐক্য, জলপথের জটিলতার সীমানার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। ভারত নিজের জলপথ ও দেশের সীমানা সংক্রান্ত বিবাদ বাংলাদেশের সঙ্গে মিটিয়ে নিয়েছে। আর তাতেই দেশের উদ্যোগ প্রমাণিত হয়।' তিনি বলেন বিশ্ব যখন কোভিডের মতো অতিমারীতে ভুগছে, তখন ভারতের লক্ষ্য.মানব কন্দ্রিক উন্নয়ন। (PTI Photo)(PTI05_20_2023_000009B) (PTI)
5/6ইউক্রেন ইস্যুতেও মুখ খোলেন মোদী। তিনি বলেছেন,'ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় ভারত। দেশ তৈরি রয়েছে শান্তি রক্ষায় রাষ্ট্রসংঘের নিয়ম মাফিক বা তার চেয়ে বেশি কিছু করতে'। AP/PTI(AP05_20_2023_000011A) (PTI)
6/6প্রসঙ্গত, জি৭ বৈঠকেই মোদীর সঙ্গে দেখা হতে চলেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। টোকিওতে সেই বৈঠক হতে পারে বলে খবর। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের পর থেকে এই প্রথম সাক্ষাৎ তাঁদের হতে পারে বলে জানা গিয়েছে। AP/PTI(AP05_20_2023_000010A) (PTI)