৭১ জন মন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে মোদী সরকারের। তাঁদের শপথের পরও জানা যায়নি কে কোন দায়িত্ব পেয়েছেন। তা জানতে অপেক্ষা করতে হয়েছে ১৮ ঘণ্টা। মন্ত্রিসভার বৈঠকের আগে পর্যন্ত তাঁরা জানতে পারেননি কে কোন দায়িত্বে। চূড়ান্ত রহস্য। ৩০ জন মন্ত্রী এবং দফতরের আমলারা উৎকণ্ঠায় তাকিয়ে ছিলেন টিভির পর্দায়। মাঝে মাঝে খুলে দেখছেন রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট। যদি কোনও বিজ্ঞপ্তি আসে। অবশেষে, লোক কল্যাণ মার্গে প্রথম মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার সময় তাঁরা তাঁদের দায়িত্ব সম্পর্কে জানতে পারেন।
সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকের আসনে পৌঁছে মন্ত্রীরা একটি খাম পেয়েছিলেন, যেখানে তাদের দায়িত্ব ও তাদের মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত প্রতিমন্ত্রীর নাম উল্লেখ ছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ববর্তী দুই মেয়াদে, রাষ্ট্রপতি সচিবালয় দুপুরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে, এইবার অপেক্ষার সময় দীর্ঘতর হল। ২০১৪ সালে শপথগ্রহণের দিনেই বিভিন্ন মন্ত্রিত্বের দায়িত্ব প্রকাশ্যে এসে গেলেও, এবার মন্ত্রিসভার বৈঠক শেষ না হওয়া পর্যন্ত মিডিয়াও কিছু জানতে পারেনি। ফলে, বিকেল ৬.৩০টার পর টিভি এবং ওয়েবসাইটে মন্ত্রিত্বের তালিকা প্রকাশিত হতে শুরু করে।
আরও পড়ুন। প্রকাশ্যে 'চিড়', ভোটের ফল নিয়ে BJP-কে ঠুকল RSS! সঙ্ঘের অসন্তোষে ঘটল বিস্ফোরণ
সরকারি পর্যবেক্ষকরা বলছেন, সম্ভবত এই প্রথম মন্ত্রীরা তাদের মন্ত্রিত্বের দায়িত্ব কাগজে লেখা এবং খামের ভিতরে রাখা অবস্থায় পেয়েছেন। সন্ধ্যা ৭.৩০টার দিকে চূড়ান্ত মন্ত্রিত্বের তালিকা প্রকাশ করা হয়। তখন প্রতিমন্ত্রীরাও, যাঁরা স্বাধীন দায়িত্ব পালন করবেন, তাঁদের মন্ত্রণালয়ের সম্পর্কে জানতে পারেন।
এটি নতুন সরকারের শুরুতে এই অভিজ্ঞতা ছিল অন্যরকম। মন্ত্রীরা তাদের নতুন দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দেন মন্ত্রিসভার বৈঠকের পর দিন থেকেই।
আরও পড়ুন। মণিপুর নিয়ে মোদী সরকারকে 'তোপ' মোহন ভাগবতের, RSS প্রধানের সুরে তাল ঠুকলেন বিরোধীরা
রবিবার সন্ধ্যায় তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে শপথ নেন আরও ৭১ জন। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী ও ৩৬ প্রতিমন্ত্রী। বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। মন্ত্রিসভায় কোর টিমকে একই রেখেছেন। অর্থাৎ, স্বরাষ্ট্র, বিদেশ, প্রতিরক্ষা এবং অর্থ, এই চার মন্ত্রক রেখেছেন আগের চার মন্ত্রীরই হাতে।
আরও পড়তে। 'বড় অপারেশনের সাত দিনের মধ্য়েই আমায়…' ভয়াবহ যন্ত্রণার না-জানা কথা বললেন মহুয়া