বাংলা নিউজ > ঘরে বাইরে > কৃষি বিল বিতর্ক- চাষীদের সুরক্ষাকবচ বললেন মোদী, রাজ্যসভায় আটকাতে মরিয়া বিরোধীরা

কৃষি বিল বিতর্ক- চাষীদের সুরক্ষাকবচ বললেন মোদী, রাজ্যসভায় আটকাতে মরিয়া বিরোধীরা

কৃষকদের প্রতিবাদ

ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ 

লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়েছে তিনটি কৃষি সম্পর্কিত বিল। এবার রাজ্যসভার পালা। সেখানে অবশ্য মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই বিলগুলিকে আটকাতে মরিয়া বিরোধীরা। ইতিমধ্যেই বিজেপি শরিক অকালি মন্ত্রিসভা ছেড়েছে এই ইস্যুতে। আরেক শরিক হরিয়ানার জেজেপির ওপর বিরোধীরা চাপ বাড়াচ্ছে এই বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। 

বৃহস্পতিবার টুইটার বার্তার পর শুক্রবার ভিডিও বার্তায় এই তিনটি বিল নিয়ে চাষীদের বিভ্রান্ত না হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই বিল নিয়ে যে কোনও ভাবেই সরকার পিছু হটবে না, এদিন সাফ করে দেন মোদী। 

এদিন বিহারে কিছু রেল প্রজেক্ট উদ্বোধনের অনুষ্ঠানে আচমকাই এই বিল নিয়ে বলতে শুরু করেন মোদী। তিনি বলেন ন্যূনতন সহায়ক মূল্য উঠে যাচ্ছে না। সরকার যে চাষীদের থেকে কেনা বন্ধ করছে না, সেই নিয়েও আশ্বস্ত করেন তিনি। মোদী বলেন যে এই কৃষি সংস্কারের ফলে চাষীরা স্বাধীনতা পাবেন। এটিকে  চাষীদের সুরক্ষাকবচ বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন যে বিরোধীরা দালালদের সঙ্গে দাঁড়িয়ে আছে ও চাষীদের বিভ্রান্ত করছেন। 

বিরোধীরা অবশ্য বলছেন যে এই বিলগুলি চাষী বিরোধী। কোথাও এটি বলা নেই যে চাষীরা যে দাম পাবেন, সেটা ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম হতে পারবে না, বলে এই বিলের বিরোধিতা করেছে কংগ্রেস। হরিয়ানা ও পঞ্জাবে এই ইস্যুতে চাষী বিক্ষোভ ক্রমশই বাড়ছে। এর জেরেই নিজেদের অবস্থান বদলে বিলগুলির বিরোধিতা করার পথে গিয়েছে অকালি দল। তবে হরিয়ানায় বিজেপির সঙ্গী জেজেপি জানিয়েছে তারা কেন্দ্রের পাশেই আছে। 

খুব সম্ভবত রবিবার এই বিলগুলি রাজ্যসভায় উঠবে। বিজেপির হিসেব মতো ২৪৫ জনের রাজ্যসভায় ১৩০ সদস্যের সমর্থন তারা পাবে। এর মধ্যে আছে এআইডিএমকে-র ৯, টিআরএসের ৭ ও ওয়াইএসআর কংগ্রেসের ৬ সদস্য। বিজেপির আছে ৮৬জন সাংসদ, কংগ্রেসের ৪০। 

অকালির তিন জন সাংসদ বিপক্ষে ভোট দিলেও শিবসেনার তিনজন এই বিলের সমর্থনে ভোট দেবে বলে জানা যাচ্ছে। প্রায় ১০০ জন সাংসদ সব মিলিয়ে এই বিলের বিরোধিতা করছে। অনেক ছোটো দলের অবস্থান যদিও এখনও স্পষ্ট। মোদীর দ্বিতীয় টার্মে এখনও পর্যন্ত রাজ্যসভায় তাঁকে সমস্যায় পড়তে হয়নি। সব বিলই পাশ হয়ে গিয়েছে। কিন্তু এবারের পরীক্ষা নিশ্চয়ই সবচেয়ে কঠিন। এদিনও জেপি নড্ডা বলেছেন রাজনীতি করে তাদের সিদ্ধান্ত বদলানো যাবে না। এই বিল পাশ করাতে বদ্ধপরিকর বিজেপি। বিরোধীররা বাড়া ভাতে ছাই দিতে পারে কি না, সেটাই দেখার। 

 

ঘরে বাইরে খবর

Latest News

নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.