বাংলা নিউজ > ঘরে বাইরে > এক ছাদের তলায় এসে যাবে রেলের সব উত্পাদন ইউনিট! নয়া ভাবনা মোদী সরকারের

এক ছাদের তলায় এসে যাবে রেলের সব উত্পাদন ইউনিট! নয়া ভাবনা মোদী সরকারের

এটি বাস্তবায়িত হলে, রেলের উত্পাদনে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়তে পারে। তাছাড়া সবকটি সংস্থা একই ছাদের তলায় এলে সামগ্রিক পুঁজির পরিমাণও বিপুল হারে বেড়ে যাবে। এর ফলে প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। বাড়বে বিভিন্ন উত্পাদন ইউনিটের মধ্যে সমন্বয়ও।