বাংলা নিউজ > ঘরে বাইরে > 'জওয়ানদের পরিবারের দায়িত্ব মোদী সরকারের', 'CAPF আয়ুষ্মান' নিয়ে বড় ঘোষণা শাহের

'জওয়ানদের পরিবারের দায়িত্ব মোদী সরকারের', 'CAPF আয়ুষ্মান' নিয়ে বড় ঘোষণা শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  (HT_PRINT)

চলতি বছরের ২৩ জানুয়ারি 'আয়ুষ্মান CAPF' প্রকল্প প্রথম চালু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার ঘোষণা করেন যে 'আয়ুষ্মান সিএপিএফ' স্বাস্থ্যসেবা প্রকল্পকে জাতীয় স্তরে সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সমস্ত কর্মীদের মধ্যে প্রসারিত করেছে কেন্দ্র। শাহ বলেন, 'মেডিসিনের ঈশ্বরের সম্মানে পালিত ধন্বন্তরী পূজোর শুভক্ষণ উপলক্ষ্যে সকল সিএপিএফ জওয়ানদের স্বাস্থ্য কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দেন। জওয়ানদের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বলেন, 'কোনও উদ্বেগ ছাড়া সিএপিএফ জওয়ানদের দেশের সুরক্ষার খেয়াল রাখা উচিত। মোদী সরকার তাঁদের পরিবারের যত্ন নেবে।'

চলতি বছরের ২৩ জানুয়ারি 'আয়ুষ্মান CAPF' প্রকল্প প্রথম চালু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন শুধুমাত্র অসমের জন্য চালু করা হয়েছিল সেই প্রকল্প। তবে আজকের ঘোষণার পর সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) আধিকারিক এবং সাতটি বাহিনীতে কর্মরত কর্মী এবং তাঁদের নির্ভরশীলরা উপকৃত হবেন। অসম রাইফেলস, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সশস্ত্র সীমা বল (এসএসবি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী ( সিআইএসএফ), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং তাঁদের পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হল।

প্রকল্পের সুবিধাভোগীরা নিজ নিজ বাহিনী থেকে আয়ুষ্মান CAPF ই-কার্ড সংগ্রহ করতে পারেন। পরিষেবা আইডি এবং আধার বা অন্য কোনও সরকার-অনুমোদিত ফটো আইডির একটি অনুলিপি ব্যবহার করে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এই কার্ডটি অ্যাক্টিভেট করা যাবে। ই-কার্ডটি ব্যবহার করে PM-JAY তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র (PMAM) প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে।

বন্ধ করুন