বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi on Mulayam: ‘গণতন্ত্রের হয়ে লড়েছিলেন’, মুলায়মের প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর

Modi on Mulayam: ‘গণতন্ত্রের হয়ে লড়েছিলেন’, মুলায়মের প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী মোদীর

মুলায়ম সিং যাদবের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি -টুইটার)

মোদীর কথায়, জরুরি অবস্থার সময়ে গণতন্ত্রের হয়ে গুরুত্বপপূর্ণ লড়াই চালিয়ে গিয়েছিলেন মুলায়ম।

দীর্ঘ লড়াইয়ের পর আজ সকালে জীবনযুদ্ধে হেরে গেলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুলায়ম সিং যাদব। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর কথায়, জরুরি অবস্থার সময়ে গণতন্ত্রের হয়ে গুরুত্বপপূর্ণ লড়াই করেছিলেন মুলায়ম।

টুইট বার্তায় মোদী লেখেন,‘মুলায়ম সিং যাদবজি উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজনীতিতে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠা করেছিলেন। জরুরি অবস্থার সময় তিনি গণতন্ত্রের হয়ে একজন গুরুত্বপূর্ণ সৈনিকের ভূমিকা পালন করেছিলেন। দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি একটি শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য কাজ করেন। তাঁর সংসদীয় বক্তৃতা ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার উপর জোর দিতেন তিনি।’

প্রধানমন্ত্রী মোদী আরও লেখেন,‘আমরা যখন আমাদের নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলাম তখন মুলায়ম সিং যাদবজি-র সঙ্গে আমার অনেকবার যোগাযোগ হয়েছিল। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ মেলামেশা অব্যাহত ছিল। আমি সবসময় তাঁর মতামত শোনার জন্য উন্মুখ হয়ে থাকতাম। তাঁর মৃত্যু আমাকে কষ্ট দিয়েছে। তাঁর পরিবার ও লাখো সমর্থকের প্রতি সমবেদনা। ওম শান্তি।’ অপর এক টুইটে মোদী লেখেন,‘শ্রী মুলায়ম সিং যাদবজি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন নম্র এবং মাটির কাছের নেতা হিসাবে ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন। তিনি জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল ছিলেন। তিনি নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করেছেন এবং লোকনায়ক জেপি এবং ডঃ লোহিয়ার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে গিয়েছেন।’

এদিকে মুলায়মের প্রয়াণে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও শোক জ্ঞাপন করে বার্তা দেওয়া হয়। লেখা হয়,‘ভারতের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের প্রয়াণ দেশের রাজনীতির জন্য এক বড় ধাক্কা। ঈশ্বর যেন তাঁর আত্মাকে শান্তি দেয় এবং তাঁর পরিবারকে শক্তি দেয়।’

এদিকে উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানা টুইট করে লেখেন,‘এটা খুবই দুঃখের মুহূর্ত। তিনি ভূমিপুত্র ছিলেন। আমি সম্প্রতি মেদান্তে গিয়েছিলাম এবং অখিলেশজির সঙ্গে দেখা করেছিলাম। আমি এই ধারণা নিয়ে ফিরে এসেছিলাম যে মুলায়মজি সুস্থ হয়ে উঠবেন। রাজনীতিতে শাসক দলের মতোই বিরোধী দলও গুরুত্বপূর্ণ। মুলায়ম সিংজি রাজনীতিতে সেই মহান ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অভাব অনুভূত হবে।’

পরবর্তী খবর

Latest News

বাংলা তথা ভারতীয় টেবিল টেনিসের নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি কোচ জয়ন্ত পুশিলাল 'লন্ডন বানাতে গিয়ে ব্রিটিশ… RG Kar কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা কনীনিকার সন্দীপের স্ত্রীকে তলব করল ইডি, স্বামীকে ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন আগেই একটি প্রো মত উইন্ডোজ 11 সেট আপ করুন: আপনার নতুন ল্যাপটপে 10 টি জিনিস যা আপনাকে অবশ্যই করতে হবে পছন্দের রায় পেতে বিচারকদের আবাসনে হামলার অভিযোগ, নেতৃত্বে পুলিশ আধিকারিক! বেশি কফি খেয়ে ক্ষতি করছেন না, বরং দীর্ঘজীবী হচ্ছেন, কীভাবে জানেন Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? আরজি কর-কাণ্ডে ডাক্তার আন্দোলনের নামে টাকা তোলার প্রতারণা! সাবধান করল স্বস্তিকা 'যে ডাক্তার সুপ্রিম কোর্টকে অবমাননা করে সেই ডাক্তার দেশদ্রোহী' বহুতল থেকে ঝাঁপ, আত্মহত্যা! কিন্তু আদপে কে ছিলেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.