বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi on Women Reservation Bill: নতুন সংসদ ভবনের প্রথম দিনেই মহিলা সংরক্ষণ বিল, নারীদের জন্য আশার কথা শোনালেন মোদী

Modi on Women Reservation Bill: নতুন সংসদ ভবনের প্রথম দিনেই মহিলা সংরক্ষণ বিল, নারীদের জন্য আশার কথা শোনালেন মোদী

নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্যরা। (ANI Photo) (ANI)

মোদী বলেন,আজকের দিন ঐতিহাসিক। মহিলা সংরক্ষণ বিল নিয়ে আগে সংসদে আলোচনা হয়েছে। ভগবান হয়তো পবিত্র কাজ করার জন্য় আমাকে নির্বাচন করেছেন।

আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। মা বোনেদের আমার অভিনন্দন। সকলকে আশ্বস্ত করছি এই বিল থেকে আইন বানাতে বদ্ধপরিকর। সকলকে বলছি, সর্বসম্মতিতে যখন বিল আইন হবে তখন এর শক্তি অনেক বেড়ে যাবে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন,আজকের দিন ঐতিহাসিক। মহিলা সংরক্ষণ বিল নিয়ে আগে সংসদে আলোচনা হয়েছে। ভগবান হয়তো পবিত্র কাজ করার জন্য় আমাকে নির্বাচন করেছেন।

এদিন নয়া লোকসভা ভবনে মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারি বাজপেয়ী, মনমোহন সিংয়ের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন সংসদ ভবনে এই প্রথম ঐতিহাসিক দিন। সমস্ত সাংসদ ও দেশবাসীকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজ প্রথম দিনে নতুন ভবনে কথা বলার সুযোগ পেয়েছি। এই নতুন সংসদ ভবনে সমস্ত সাংসদকে আহ্বান জানাচ্ছি। ভারত নতুন সংকল্প নিয়ে এসেছে। বিজ্ঞান জগতে চন্দ্রযান ৩ এর সফলতা দেশ গর্বিত। ভারত জি ২০র অসাধারণ আয়োজন হয়েছে। গোটা বিশ্বে তার প্রভাব পড়েছে। আজ আধুনিক ভারত ও প্রাচীন লোকতন্ত্রের প্রতীক সংসদ ভবনের পথ চলা শুরু হল। গণেশ চতুর্থীতে এটা শুরু হল। এক নতুন বিশ্বাসের সঙ্গে যাত্রা শুরু হল।

মোদী জানিয়েছেন, সংসদের বিশেষ অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল পেশ করা হবে। নতুন সংসদ ভবনে এটাই হবে প্রথম বিল। এটাকে ঐতিহাসিক দিন হিসাবে উল্লেখ করেন তিনি।

 

বন্ধ করুন