দেশে ১০০ কোটি টিকাকরণের পরিসংখ্যান উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে এই গণ্ডি ছুঁয়ে ফেলায় স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, '২১ অক্টোবর ভারত ১০০ কোটি টিকাকরণের কঠিন এবং অসাধারণ গণ্ডি পার করে। এরর নেপথ্যে ১৩০ কোটি ভারতীয়র অবদান রয়েছে। এটা ভারতবাসীর সাফল্য, এটা ভারতের সাফল্য। ১০০ কোটি টিকাকরণ শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়। এটা আমাদের সামর্থের প্রমাণ। এটা সেই নতুন ভারতের রূপ, যে নিজের লক্ষ্য পূরণে বদ্ধপরিকর।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'ভারত যেই দ্রুততার সঙ্গে ১০০ কোটির গণ্ডি পার করেছে, তা প্রশংসনীয়। তবে এই বিশ্লেষণে অনেকেই এটা ভুলে যান যে আমাদের সূচনা কোথা থেকে হয়েছিল। অন্যান্য উন্নত দেশগুলির উপর এতদিন নির্ভরশীল ছিল দেশ। তাই যখন এই অতিমারী আসে, তখন ভারতের উপর প্রশ্নচিহ্ন ছিল। - ভারত কবে টিকা পাবে? ভারত এত টিকা কিনতে পারবে কি না? ভারত এত লোককে টিকা দিতে পারবে কি না? তবে আজকের এই ১০০ কোটি টিকাকরণের পরিসংখ্যান এই প্রশ্নের জবাব দিয়েছে।'
মোদীর কথায়, 'এই টিকাকরণের ফলে গোটা বিশ্ব ভারতের শক্তি দেখছে। ভারতের টিকাকরণ অভিযান, 'সবকা সাথ সবকা বিকাশে'র উদাহরণ। ভারতের বিষয়ে বলা হচ্ছিল যে, এত নিয়ম এখানে কীভাবে মানা হবে। তবে আমাদের লোকতন্ত্রের মানে হল সবাইকে সঙ্গে নিয়ে চলা। সবাইকে আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। দেশের একটাই মন্ত্র ছিল, রোগ বৈষম্য করে না, তাই টিকাকরণেও বৈষম্য থাকবে না। টিকাকরণে ভিআইপি সংস্কৃতি নেই।'
তিনি আরও বলেন, 'ভারতের বিষয়ে বলা হচ্ছিল যে এখানকার লোকে টিকা নিতে আসবে না। বিশ্বের অনেক উন্নত দেশে এখনও লোকে টিকা নিয়ে সন্দিহান। তবে ভারত গোটা বিশ্বকে দেখিয়েছে। যকন কোনও অভিযানে সবার চেষ্টা থাকে, তখন তার পরিণাম অসাধারণ হয়।'