সিভিল সার্ভিসেস ডে উপলক্ষ্যে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার যোগ দিয়ে দেশের সরকারি উচ্চপদস্থ সিভিল সার্ভিস অফিসরদের প্রতি বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। দেশের সিভিল সার্ভিস অফিসরদের ‘পরিবর্তন ও উদ্ভাবনের দূত’ হওয়ার জন্য আর্জি জানান মোদী। যে পরিবর্তন ও উদ্ভাবন দেশের আগামী ১০০ বছরে বড়সড় দিক তুলে ধরবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।
শুক্রবারের বিশেষ এই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন,' অমৃতকালে দেশকে সেবা করার সুযোগ পেয়েছেন আপনারা। যদিও একটি বাঁধা ধরা সময় রয়েছে, তবে আমরা পুরোপুরিভাবে এটাকে কাজে লাগাব সর্বোচ্চ ক্ষমতা দিয়ে। অনেক কাজ ও নিজেদের উৎসর্গ করে দিয়ে। আমাদের লক্ষ্যগুলি খুবই কষ্টকর, তবে একটা সাহসিকতা রয়েছে আমাদের। আমাদের চড়তে হবে পাহাড়ে তবে আমরা অতিক্রম করব আকাশ।' প্রধানমন্ত্রী বলেন, ‘প্রোটোকল’ এর বেড়াজাল থেকে আমলাদের বের করে এনেছে তাঁর সরকার। মোদী বলেন, ‘আমার অনেক অফিসারদের সঙ্গে দেখা হয়, আমাদের বেশ কয়েকটি ব্রেন স্টর্মিং সেশন কাটে নতুন নতুন ভাবনা তুলে আনতে।’ প্রধানমন্ত্রী বলেন, সেন্ট্রাল ডেপুটেশনে কম বয়সীদের আনার রাস্তা তৈরি করেছে মোদী সরকার। যেখানে আগের মডেলে , নতুন অফিসারদের রাজ্যস্তরের ডেপুটেশন দেওয়া হত। এছাড়াও মোদী বলেন, যাতে সমস্ত কাজ শেষ করা যায় সময়ে আর তার বাস্তবায়নে নজর রাখা যায়। একইসঙ্গে বিজেপি সরকারের আমলে কী কী উন্নয়ন হয়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মোদী বলেন,'মানুষ কেন্দ্রিক সরকার, মানুষ কেন্দ্রীক প্রশাসন' তাঁর সরকার চালানোর অন্যতম বড় দিক।
দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও এদিন মুখ খোলেন মোদী। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, কোভিডের মতো পরিস্থিতি থাকা সত্ত্বেও ভারত বিশ্বে পঞ্চম বৃহত্তর অর্থনীতি। মোদী বলেন,' ডিজিটাল পেমেন্টের দিক থেকে ভারত বিশ্বে সবচেয়ে আগে। ভারতে সবচেয়ে কম মূল্যে পাওয়া যায় মোবাইল ডেটা। ভারত এই মুহূর্তে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকো সিস্টেম।' এই অবস্থায় দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে লালফিতের ফাংস থেকে দেশকে রক্ষা করতে আমলাদের প্রতি আর্জি জানান মোদী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup