বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi's Security Convoy Commando Dead: মারা গেলেন মোদীর নিরাপত্তা কনভয়ের SPG কমান্ডর, মৃত্যুর ২১ ঘণ্টা পর উদ্ধার মৃতদেহ

Modi's Security Convoy Commando Dead: মারা গেলেন মোদীর নিরাপত্তা কনভয়ের SPG কমান্ডর, মৃত্যুর ২১ ঘণ্টা পর উদ্ধার মৃতদেহ

এসপিজি কমাবন্ডার গণেশ সুখদেব গীতে

এসপিজি কমাবন্ডার গণেশ সুখদেব গীতে ২০১১ সালে সিআইএসএফ-এ যোগ দিয়েছিলেন। সেখান থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপে ডেপুটেশনে যান তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন গণেশ।

এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা কনভয়ের এক সদস্য। প্রয়াত এসপিজি কমাবন্ডারের নাম গণেশ সুখদেব গীতে। বয়স ৩৬ বছর। তিনি মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। ছুটিতে নিজের বাড়ি গিয়েছিলেন গণেশ। সেখান থেকে বাইকে করে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে শিরডিতে সাইবাবার মন্দিরে দর্শনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যান তিনি। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার সময় তাঁর বাইকে ছিলেন তাঁর স্ত্রী রূপালী এবং দুই সন্তান। তবে তাঁরা দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান বলে জানা গিয়েছে। এদিকে খালের জলে ২১ ঘণ্টা তল্লাশি চালানোর পর শেষ পর্যন্ত গণেশের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। (আরও পড়ুন: ডিএ ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নবান্নর, কী করল সরকার?)

জানা গিয়েছে, নাসিক জেলার মেহেন্দি গ্রামের বাসিন্দা ছিলেন গণেশ। তাঁর ৭ বছরের মেয়ে এবং ১৮ মাসের ছেলেকে সঙ্গে নিয়ে স্ত্রীর সঙ্গে বাইকে করে শিরডি গিয়েছিলেন গণেশ। ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাইকের ট্যাঙ্কে নিজের মেয়েকে বসিয়েছিলেন গণেশ। সেই সময় বাইকের হ্যান্ডেলে পা আটকে যায় ট্যাঙ্কে বসে থাকা মেয়ের। এই আবহে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গণেশ। এর জেরেই বাইকটি খালের জলে পড়ে যায়। জানা গিয়েছে, স্থানীয়দের সাহায্যে নিজের ছেলে, মেয়ে এবং স্ত্রীকে জল থেকে উঠতে সাহায্য করেছিলেন গণেশ। তবে শেষ পর্যন্ত নিজেই আর জল থেকে উঠতে পারেননি তিনি।

গণেশ ২০১১ সালে সিআইএসএফ-এ যোগ দিয়েছিলেন। সেখান থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপে ডেপুটেশনে যান তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন গণেশ। জানা গিয়েছে, নিজের বাড়ির খুব কাছেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন গণেশ। দুর্ঘটনার সময় খাল থেকে জল ছাড়া হচ্ছিল বলে জলের স্রোত ছিল। তাই গণেশ জল থেকে উঠতে পারেননি বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর উদ্ধারকারী দল খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকাজের তদারকি করেন রাজ্যের মন্ত্রী দাদা ভুসে। তবে মৃতদেহ উদ্ধারে এত সময় লাগায় স্থানীয়রা প্রশাসনের ওপর বেশ ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। আর গণেশের দেহ খাল থেকে তুলে আনা হয় শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ।

 

 

 

বন্ধ করুন