অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরকে লখিমপুর আদালাতের নির্দেশ অনুযায়ী ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে। জুবেরের বিরুদ্ধে গত নভেম্বর মাসে শত্রুতা ছড়ানোর অভিযোগ ছিল। আদালত জানিয়েছে ১৩ জুলাই জুবেইরের জামিনের আবেদন শোনা হবে। বর্তমানে দিল্লিতে বিচারবিভাগীয় হেফজতে রয়েছে জুবেইর।
প্রসঙ্গত, নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ফাঁস করার নেপথ্যে মহম্মদ জুবেইরের নাম উঠে আসে। ফ্যাক্ট চেকার হিসাবে পরিচিত মহম্মদ জুবেইরের বিরুদ্ধে ২০১৮ সালের একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। জুবেইরের গ্রেফতারের তীব্র প্রতিবাদ করা হয়েছে কংগ্রেস, তৃণমূল সহ বিজেপি বিরোধী দলের তরফ থেকে। যোগী আদিত্যনাথের ট্যাটু মুসলিম যুবকের বুকে, এরপর কোন কারণে জেল গেলেন ইয়ামিন?
ইতিমধ্যেই ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত যে অভিযোগ জুবেইরের বিরুদ্ধে রয়েছে সীতাপুর থানায় রয়েছে , সেই মামলায় অন্তবর্তী জামিন পেয়েছেন এই ফ্যাক্ট চেকার। এরপর লখিমপুর খেরির পুলিশ তাকে নতুন করে ওয়ারেন্ট পাঠিয়েছে আদালতে পেশ হওয়ার জন্য। এদিকে, সুপ্রিম কোর্ট জুবেইরকে কোনও রকমের সোশ্যাল মিডিয়া পোস্টিং থেকে বিরত থাকতে বলেছে। এছাড়াও কোনও রকমের প্রমাণকে যাতে জুবেইর নষ্ট করার দিক থেকেও বিরত থাকতে বলা হয়েছে জুবেইরকে।