বাংলা নিউজ > ঘরে বাইরে > Mohammed Zubair Case: ‘ওরা জুবায়েরকে মেরে ফেলবে’, আজ SC-তে শুনানি Alt News-র সহ-প্রতিষ্ঠাতার মামলার

Mohammed Zubair Case: ‘ওরা জুবায়েরকে মেরে ফেলবে’, আজ SC-তে শুনানি Alt News-র সহ-প্রতিষ্ঠাতার মামলার

মহম্মদ জুবায়ের। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

Mohammed Zubair Case: সুপ্রিম কোর্টে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরের আইনজীবী কলিন গঞ্জালেস দাবি করেন, খুনের হুমকি দেওয়া হচ্ছে। 'ওরা জুবায়েরকে মেরে ফেলবে। বিষয়টি জরুরি ভিত্তিতে শোনা খুবই প্রয়োজনীয়, কারণ ওর সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত।'

আব্রাহাম থমাস

আজ মহম্মদ জুবায়েরের আর্জির শুনানি সুপ্রিম কোর্টে। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে উত্তরপ্রদেশে দায়ের হওয়া এফআইআর এলাহাবাদ হাইকোর্টে খারিজ না হওয়ায় শীর্ষ আদালতে জরুরি শুনানির আর্জি জানান জুবায়ের। তাঁর দাবি, প্রাণের ঝুঁকি আছে। যে আর্জি মঞ্জুর হয়েছে।

২০১৮ সালের একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগের ভিত্তিতে গত ২৭ জুন জুবায়েরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পরবর্তীতে তাঁকে উত্তরপ্রদেশের সীতাপুরে নিয়ে যাওয়া হয়। যেখানে পুরোহিত যতি নরসিংহনন্দ সরস্বতী সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। যে ব্যক্তির বিরুদ্ধে একাধিক ঘৃণামূলক ভাষণের অভিযোগ আছে। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন জুবায়ের। কিন্তু সেখানে স্বস্তি পাননি।

আরও পড়ুন: New Allegations Against Mohammed Zubair: ‘বিদেশ থেকে অর্থ নিয়েছেন’, চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে

সেই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জুবায়ের। অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার আইনজীবী কলিন গঞ্জালেস দাবি করেন, জুবায়েরের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। খুনের হুমকি দেওয়া হচ্ছে। 'ওরা জুবায়েরকে মেরে ফেলবে। বিষয়টি জরুরি ভিত্তিতে শোনা খুবই প্রয়োজনীয়, কারণ ওর সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত।' সেই আর্জির প্রেক্ষিতে বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন আছে বলে আর্জি জানাতে হয়েছে। বিষয়টি শুক্রবার উপযুক্ত বেঞ্চের সামনে শুনানির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 

আরও পড়ুন: Mohammed Zubair Denied Bail: জামিন পেলেন না জুবায়ের, Alt News-এর প্রতিষ্ঠাতাকে পাঠানো হল ১৪ দিনের জেল হেফাজতে

সেই আর্জির সঙ্গে একটি আবেদনও দায়ের করেন জুবায়ের। একাধিক টুইটের উল্লেখ জুবায়ের অবিলম্বে হেফাজত থেকে মুক্তির আর্জি জানিয়েছেন। আইনজীবী সত্য মিত্রের মাধ্যমে দায়ের হওয়া আবেদনে দাবি হয়েছে, একাধিক টুইটে ইঙ্গিত মিলেছে যে জেলে বা পুলিশের হেফাজতে থাকার সময় তাঁর ক্ষতি করা হবে বা খুন করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জুবায়েরের আইনজীবীদের জানানো হয়েছে, সেই বিষয়টি আগামী সোমবারের আগে আদালতে উঠবে না।

বন্ধ করুন