হিন্দু-মুসলিম ঐক্যের কথা শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবতের গলায়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, বাইরে থেকে আসা সম্প্রদায়গুলো চলে গিয়েছে। এখন যারা আছেন, তারা আমাদেরই দেশের। তিনি ধর্মীয় পরিচয় দূরে সরিয়ে রেখে জাতীয় পরিচয়ে গর্বিত হওয়ার বার্তা দেন। 'বিতর্কের পরিবর্তে সংলাপের' পথ অবলম্বনের আহ্বান জানান মোহন ভাগবত। সঙ্ঘ প্রধান বলেন, 'আমাদের চেহারা আলাদা, তাই আমরা আলাদা, এই অনুভূতি না থাকলে দেশ ভাগ হত না।' পাশাপাশি তিনি বলেন ভারতে ইসলাম ধর্মাবলম্বীরা সুরক্ষিত। তিনি বলেন, 'হিন্দুরা সংগঠিত হচ্ছে বলে ভারতে বসবাসরত সংখ্যালঘুদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আগেও কখনও মুসলিমদের জন্য কোনও বিপদ ডেকে আনেনি আরএসএস, ভবিষ্যতেও এমন কিছু করা হবে না।'
নাগপুরে আয়োজিত সংঘ শিক্ষা ভার্গের অনুষ্ঠানে ভাগবত বলেন, 'কিছু সম্প্রদায় বাইরে থেকে এসেছে। যারা এককালে বাইরে থেকে এসেছিল তাদের সঙ্গে আমরা যুদ্ধ করেছি। কিন্তু যারা বাইরের তারা চলে গিয়েছে, তারা সবাই আমাদের দেশের লোক। আমাদের বুঝতে হবে যে তারা আমাদের নিজেদের লোক। আমাদের তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের চিন্তা-ভাবনায় যদি কোনও ঘাটতি থাকে, তাহলে তাদের যথাযথভাবে আলোকিত করার দায়িত্ব আমাদের।' তিনি বলেন, '...প্রাচ্যের অহংকার ও বোঝার কারণে আমরা এক হতে ভয় পেতাম। আমরা ভাবতাম মাতৃভূমির আরাধনায় নিজেদের নিয়োজিত করলে আমরা আমাদের স্বকীয়তা হারাব। আলাদা পরিচয় কে চায়? আলাদা কোনও পরিচয় নেই। আপনি যদি মনে ভারতীয় ছড়া অন্য পরিচয়ে এখানে বাস করবেন, তাহলে আপনার জন্য সুখী জীবনযাপন করা কঠিন হবে। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই, আমাদের একতা বৈচিত্র্যে।'
সংঘ প্রধান বলেন যে আগে যখন স্পেন থেকে মঙ্গোলিয়ায় ইসলাম ছড়িয়ে পড়েছিল, তখন গোটা বিশ্ব আক্রমণের মুখোমুখি হয়েছিল। তিনি বলেন, 'ধীরে ধীরে জনগণ জেগে উঠে হানাদারদের পরাজিত করেছে। এ কারণে ইসলাম তাদের এলাকায় সীমাবদ্ধ ছিল। এখন হানাদাররা চলে গিয়েছে এবং ইসলাম এখানে খুবই নিরাপদ। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে শান্তিপূর্ণভাবে সবাই রয়েছে। আমাদের প্রার্থনার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এদেশের। আমাদের পূর্বপুরুষেরা এই দেশেরই ছিলেন। কেন আমরা এই সত্যকে মেনে নিতে পারছি না।'
সংঘ প্রধান বলেন, আমাদের সমাজে ধর্ম-বিশ্বাস নিয়ে নানা তর্ক-বিতর্ক রয়েছে। তিনি বলেন, 'আমরা সীমান্তে বসে থাকা শত্রুদের আমাদের শক্তি দেখাচ্ছি না, আমরা নিজেদের মধ্যে যুদ্ধ করছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের দেশ এক।' এদিকে এদিন ভাগবত বলেন যে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট এবং কোভিড অতিমাপরি চলাকালীন ভারত গোটা বিশ্বের মধ্যে সবথেকে ভালো কাজ করেছে। এদিকে তিনি আরও বলেন যে ভারত এই বছর জি২০-র সভাপতিত্ব পেয়েছে এবং তা নিয়ে 'গর্বিত' দেশ।