বাংলা নিউজ > ঘরে বাইরে > Mohan Bhagwat on Pakistan: ‘পাক জনগণ শান্তিতে নেই, দেশভাগকে ভুল ছিল বলেই তাঁদের বিশ্বাস’, বললেন মোহন ভাগবত

Mohan Bhagwat on Pakistan: ‘পাক জনগণ শান্তিতে নেই, দেশভাগকে ভুল ছিল বলেই তাঁদের বিশ্বাস’, বললেন মোহন ভাগবত

মোহন ভাগবত  (PTI)

মোহন ভাগবত বলেন, '১৯৪৭ সালের (দেশ ভাগের আগে) আগেও এই দেশের নাম ভারত ছিল। তবে যারা সেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তারা কি এখনও সুখী হতে পেরেছে? সেখানে আজও ব্যথা আছে।'

শুক্রবারই পাকিস্তানে রেশনের লাইনেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত ১১ জনের। এহেন দেশ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবত শুক্রবার বলেন যে স্বাধীনতার সাত দশকের বেশি সময় পরও পাকিস্তানের লোকেরা খুশি নন। তাঁর আরও দাবি, পাকিস্তানি জনগণরা এখন বিশ্বাস করেন যে ভারতের ভাগাভাগি ভুল ছিল। (আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক ডিএ আন্দোলনকারীরা, পড়লেন মমতার বেতনের পিছনে!)

শুক্রবার কিশোর বিপ্লবী হেমু কালানির জন্মবার্ষিকী ছিল। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মোহন ভাগবত। সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সিন্ধি সম্প্রদায়ের বহু মানুষজন উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, '১৯৪৭ সালের (দেশ ভাগের আগে) আগেও এই দেশের নাম ভারত ছিল। তবে যারা সেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তারা কি এখনও সুখী হতে পেরেছে? সেখানে আজও ব্যথা আছে।' (আরও পড়ুন: আম জনতার মাথায় হাত! ORS, প্যারাসিটামল সহ বহু প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ল আজ থেকে)

তবে পাকিস্তান 'দখল' করার বিপক্ষে মত দেন মোহন ভাগবত। 'অখণ্ড ভারতে' বিশ্বাসী আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, 'আমি এটা বলতে চাইছি না যে ভারতের পাকিস্তানকে আক্রমণ করা উচিত। একদমই না। আমরা সেই সংস্কৃতির অন্তর্গত নই যে অন্যদের উপর আক্রমণ করব। আমরা সেই সংস্কৃতি থেকে এসেছি যারা আত্মরক্ষায় উপযুক্ত জবাব দেয়। আমরা এটা করি এবং আমরা এটাই করতে থাকব। তবে পাকিস্তানের মানুষ এখন বলছে ভারতের ভাগাভাগি ভুল ছিল। সবাই বলছে এটা একটা ভুল ছিল।'

আরও পড়ুন: আজ থেকে বদলে গেল সোনার গয়না কেনার নিয়ম, বিশদ না জানলে চাপড়াতে হবে মাথা

এদিকে মোহন ভাগবত যখন এই কথা বলছেন, সেদিনই পাকিস্তানে রেশনের লাইনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১১ জনের। একাধিক মহিলা ও শিশুও আহত হয়েছে এই দুর্ঘটনায়। দক্ষিণ পাকিস্তানের করাচি শহরে এই ঘটনাটি ঘটেছে। সিন্ধু প্রদেশের রাজধানী করাচি। দেশভাগের সময় এই প্রদেশ থেকে কয়েক লাখ হিন্দু এদেশে চলে আসেন। পাকিস্তান ত্যাগী সিন্ধিদের প্রশংসায় মোহন ভাগবত শুক্রবার বলেন, 'সেই ভারত (অবিভক্ত ভারত) থেকে এই ভারত পর্যন্ত সময়কালেও আপনারা আপানাদের সংস্কৃতি ও নীতিবোধ ধরে রেখেছেন।'

 

বন্ধ করুন