বাংলা নিউজ > ঘরে বাইরে > Mohan Bhagwat: অন্য কোনও দেশকে অনুকরণ করা উচিত নয় ভারতের, বললেন মোহন ভাগবত

Mohan Bhagwat: অন্য কোনও দেশকে অনুকরণ করা উচিত নয় ভারতের, বললেন মোহন ভাগবত

মোহন ভাগবত  (HT_PRINT)

ভাগবতের কথায়, ‘দেশের উন্নয়নের জন্য কাজ করার সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন অন্য কোনও দেশকে অনুকরণ না করি।’ তাঁর দাবি, ‘ভারত যদি অন্য কোনও দেশকে অনুকরণ করে, তাহলে দেশ এগোতে পারবে না।’

ভারত যেন অন্য কোনও দেশকে অনুকরণ না করে। রবিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, ‘দেশের উন্নয়নের জন্য কাজ করার সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন অন্য কোনও দেশকে অনুকরণ না করি।’ তাঁর দাবি, ‘ভারত যদি অন্য কোনও দেশকে অনুকরণ করে, তাহলে দেশ এগোতে পারবে না।’

ভাগবত মুম্বইতে বিড়লা মাতোশ্রী সভাঘরে ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সুরজ প্রকাশের শতবর্ষ বর্ষ উপলক্ষে বক্তৃতা করছিলেন রবিবার। উল্লেখ্য, ভারত বিকাশ পরিষদ সংঘ পরিবারেরই একটি অংশ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা। সেখানে তিনি বলেন, ‘দেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে এবং আরও সম্পদশালী হয়ে উঠছে এবং এটি ভারতীয়দের গর্বিত করে। দেশের উন্নতি ও অগ্রগতির সাথে সাথে ভারতীয়রা গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়ায়। আগে আমাদের নিয়ে কেউ মাথা ঘামাতো না। আজ, আমরা জি২০ হোস্ট করছি। এর আগে আমরা যদি রাশিয়াকে বলতাম যুদ্ধে না যেতে, তারা আমাদের চুপ থাকতে বলত।’ 

ভাগবত বলেন, ‘জাতি হিসেবে আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি। আমরা কী অর্জন করেছি এবং আমরা এখনও কী করতে পারি তা বুঝে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। স্বাধীনতার ১০০তম বছর উদযাপন করার সময় আমরা যাতে একটি উন্নত ভারতে বাস করি, তা নিশ্চিত করার জন্য আমাদের একটি পথ দেখিয়ে দেওয়া হয়েছে। এর জন্য ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে রূপান্তর করতে হবে। আমি বিশ্বাস করি যে সামনের দশকগুলিতে, ভারত তার নিজস্ব সুরে অগ্রসর হবে, নিজস্ব বিকাশের মডেল তৈরি করবে।’

বন্ধ করুন