বিজেডি জমানার অবসান। মুখ্য়মন্ত্রীর পদে শপথ নিলেন মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন মোহন চরণ মাঝি। ওড়িশার আদিবাসী মুখ্য়মন্ত্রী। মঞ্চে বসেছিলেন বিজেডির প্রাক্তন মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রীরাও ছিলেন।
জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ঠিক ৫টা বেজে ১০ মিনিটে তিনি শপথ নেন ওড়িশার মুখ্য়মন্ত্রী হিসাবে। ঈশ্বরের নামে শপথ নিলেন মোহন চরণ মাঝি। কনক বর্ধন সিং দেও উপমুখ্য়মন্ত্রী হিসাবে শপথ নেন।
ভুবনেশ্বরের জনতা ময়দান। একেবারে কানায় কানায় পূর্ণ সেই ময়দান। সেই ময়দানেই মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানেই শপথ নিলেন ওড়িশার মুখ্য়মন্ত্রী। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন মঞ্চে। একাধিক বিধায়ক এদিন মন্ত্রী হিসাবে শপথ নেন ওই মঞ্চ থেকে।
এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ওড়িশার সমস্ত সরকারি অফিস দুপুর ১টা থেকে বন্ধ রাখা হয়েছিল। প্রচুর মানুষের চোখ ছিল এদিন টিভির পর্দায়। বিজেডি জমানার অবসান। রাজ্যে পালাবদল।কতটা ভালোভাবে ওড়িশাকে এগিয়ে নিয়ে যেতে পারে বিজেপি সেটাই এখন দেখার।
প্রসঙ্গত এবারের বিধানসভা ভোটে ১৪৭টি আসনের মধ্য়ে বিজেপি পেয়েছে ৭৮টি আসন। আর বিজেডি পেয়েছিল ৫১টি আসন। সেক্ষেত্রে সংখ্য়াগরিষ্ঠতার ভিত্তিতে বিজেপি সরকার গঠন করল। সেই সঙ্গেই রাজ্যের মুখ্য়মন্ত্রী হিসাবে মোহন চরণ মাঝিতে বেছে নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ অন্যান্যরা।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা ছিল এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে। অন্তত ৬৭ প্ল্যাটুন পুলিশ ফোর্সকে এলাকায় মোতায়েন করা হয়।
এদিকে শপথ নেওয়ার আগে মোহন চরণ প্রাক্তন মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়কের বাড়ি নবীন নিবাসের বাড়িতে যান। সেখানে তিনি নবীন পট্টনায়ককে আমন্ত্রণ জানান। এদিন নবীন পট্টনায়কও মঞ্চে উপস্থিত ছিলেন।