বাংলা নিউজ > ঘরে বাইরে > মেয়ের ৩৫,০০০ টাকার Gucci বেল্টকে স্কুল বেল্ট বলে রোস্ট মায়ের, ভাইরাল ভিডিয়ো

ব্র্যান্ড ভ্যালুর নামে কী না হয়! সেটাই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এক মা। মেয়ের ৩৫ হাজার টাকার গুচি(Gucci) বেল্টের সঙ্গে স্কুলের ইউনিফর্মের বেল্টের কোনও পার্থক্য নেই, সোজা-সাপ্টা বলে দিলেন তিনি। গুচি গ্যাং-কে রোস্ট করার তাঁর ভিডিয়ো, ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ছবি গুপ্তা নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী গুচির একটি কাপড়ের বেল্ট কেনেন। যার দাম ৩৫ হাজার টাকা। অবশ্য ইতালির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড গুচির বিভিন্ন প্রোডাক্টের দাম এমনই হয়। ৫-৬ লাখ টাকার ব্যাগও মেলে গুচির দোকানে।

তো সেই বেল্ট নিয়েই ছবি গুপ্তার মা অনিতা গুপ্তা বলেন, রাঁচির স্কুল ইউনিফর্মে এরকম বেল্ট পরে। পরে মেয়ের মুখে এর দাম জানতে পেরে আঁতকে ওঠেন তিনি। বলেন, 'এই GG লেখা বকলেসটা বাদ দিলে মাত্র ১৫০ টাকায় পাওয়া যায় এমন বেল্ট।'

ছবি গুপ্তা অবশ্য মায়ের বকাবকিতে একটুও রাগ করেননি। উল্টে হাসতে শোনা যায় তাঁকে। পুরো বিষয়টার ভিডিয়ো করে পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিয়ো:

লাক্সারি ফ্যাশান আইটেমের দাম নিয়ে আপনার কী মত? একটা কাপড়ের বেল্টের দাম কি ৩৫ হাজার টাকা হওয়া উচিত্ খালি ব্র্যান্ড ভ্যালুর জন্য? জানান কমেন্টে।

বন্ধ করুন