গুজরাটের বরোদায় একাধিক পথচারীকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় ২০ বছর বয়সি রক্ষিত চৌরাসিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে রক্ষিত দাবি করেছেন, তিনি মাতালও ছিলেন না, গাড়িও দ্রুত গতিতে ছিল না। দুর্ঘটনার জন্য এয়ারব্যাগকে দায়ী করেছেন রক্ষিত।কিন্তু সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে। একই সঙ্গে প্রশ্ন তুলে দিয়েছে সত্যিই কি গাড়ির চরম গতিবেগে ছিল না? সত্যিই কি মদ্যপ ছিলেন না রক্ষিত? (আরও পড়ুন: মমতার অক্সফোর্ডে যাওয়া নিয়ে 'জলঘোলা', মুখ খুলে পালটা আক্রমণ তৃণমূলের)
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রক্ষিত এবং তাঁর এক বন্ধু একটি স্কুটারে করে বাড়িতে আসছেন। বাড়িতে ঢোকার আগে দু'জনে কথা বলছেন। কথোপকথনে মগ্ন রক্ষিতকে দেখা যায় হাতে ধরা বোতল থেকে কিছু একটা পান করছেন। সূত্রের খবর, প্রাণশুই প্রথমে চালকের আসনে বসেছিলেন কিন্তু পরে রক্ষিত তাঁর সঙ্গে জায়গা বদল করে নেন। পুলিশ জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসেই রক্ষিত এবং তাঁর বন্ধুরা মদ্যপানের পরে অসভ্যতা করার জন্য স্থানীয়রা তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। রক্ষিত চৌরাসিয়া ১৯ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে মদ খেয়ে চিৎকার করছিলেন তখন কিছু স্থানীয় লোক তাঁদের ধরে ফেলেন এবং পুলিশে ধরিয়ে দেন। পুলিশ আরও বলছে, রক্ষিত চৌরাসিয়া ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ নিশ্চিত করেছে যে ঘটনার সময় রক্ষিত চৌরাসিয়া মদ্যপ ছিলেন। আর কী ধরনের নেশার বস্তু খেয়েছিলেন তা জানতে ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। (আরও পড়ুন: বিস্ফোরণে নিহত নিষিদ্ধ লস্কর-ই-ইসলাম প্রতিষ্ঠাতা, যেন ‘দুঃখে ভাসছে’ খাইবার সরকার)
আরও পড়ুন: 'জঙ্গি' তকমা দেওয়া হোক পান্নুনের খলিস্তানি সংগঠনকে, তুলসির কাছে আবেদন রাজনাথের
অন্যদিকে ধরা পড়ার পর তরুণ দাবি করেছেন, ঘটনার সময়ে তিনি মত্ত ছিলেন না, চালকের আসনের এয়ারব্যাগ খুলে যাওয়ায় কিছু দেখতে পাচ্ছিলেন না তিনি। ফলে কে সামনে আসছে, কাকে ধাক্কা মারছেন কিছুই তিনি বুঝতে পারছিলেন না! তাঁর আরও দাবি, গাড়ির চাকা রাস্তার গর্তে পড়ে যাওয়ার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরেই এই দুর্ঘটনা। ওই ঘটনার তদন্তে নেমেই রক্ষিতের বিরুদ্ধে উঠে এসেছে নানা পুরনো অভিযোগ। জানা গিয়েছে, প্রায়ই এ রকম নানা বাগ্বিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়তেন ওই তরুণ। এর পরেই ফের নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। রক্ষিত মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন না, এই দাবিও বিশ্বাস হয়নি পুলিশের। (আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বিগ্ন USA, বড় মন্তব্য তুলসির)
আরও পড়ুন: ভারত-চিন সম্পর্কের বাস্তবতা তুলে ধরলেন মোদী, ভারতীয় PM-এর 'প্রশংসায়' বেজিং
গত ১৩ মার্চ রাতে বরোদার করেলিবাগ এলাকায় ব্যস্ত রাস্তায় একের পর এক পথচারীকে ধাক্কা দেন রক্ষিত। এই ঘটনায় স্কুটিচালক এক মহিলার মৃত্যুও হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার পর পরই অভিযুক্তকে ধরে বেদম প্রহারের পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয়েরা। অভিযোগ, একের পর এক পথচারীকে ধাক্কা মারার পরে গাড়ি থেকে নেমে চিৎকার করে রক্ষিত বলছিলেন, ‘আরও এক বার হয়ে যাক!'