বাংলা নিউজ > ঘরে বাইরে > বিয়ে বাড়ির ভোজের মাঝে হনুমানের ঝাঁকের তাণ্ডব! তাড়া খেয়ে মৃত ৪৫ বছর বয়সী ব্যক্তি, ঘোষণা ক্ষতিপূরণের

বিয়ে বাড়ির ভোজের মাঝে হনুমানের ঝাঁকের তাণ্ডব! তাড়া খেয়ে মৃত ৪৫ বছর বয়সী ব্যক্তি, ঘোষণা ক্ষতিপূরণের

হনুমান। ফাইল ছবি।

দেশরাজের পরিবারকে ‘কিষাণ দুর্ঘটনা বীমা যোজনা’র আওতায় দেওয়া হবে ক্ষতিপূরণ। এদিকে, পুলি জানিয়েছে, দুর্ঘটনার পর দেশ রাজকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

চলছিল বিয়ের আসর উপলক্ষ্যে হইচই। সেই আনন্দ উৎসবের তাল কাটে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। বিয়ের আসরের মধ্যে হনুমানের তাণ্ডবের জেরে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা উত্তর প্রদশের বাদাউনের। সেখানে হনুমানের তাড়ার চোটে মৃত্যু হয়েছে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির।

বাদাউনের নির্জন নাগলা গ্রামে হনুমানের তাণ্ডবের জেরে বহুদিন ধরেই নানাবিধ সমস্যার ঘটনা সামনে আসতে থাকে। সদ্য সেখানে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে এক ঝাঁক হনুমান এসে তাণ্ডব চালায়। দেশ রাজ নামে এক ব্যক্তির পাশের বাড়িতে ছিল বিয়ে। সেই বিয়ে উপলক্ষ্যে দেশরাজের বাড়ির উঠোনে বসে খাওয়া দাওয়ার আসর। আচমকা সেই খাবার দেখে লাফিয়ে আসে হনুমানের দল। তখন হনুমান তাড়াতে ছাদে ওঠেন দেশ রাজ। এই সময় হনুমানরা তাঁকে পাল্টা তাড়া করে। হনুমানদের তাড়ায় ছুটে আসতে গিয়ে, ছাদ থেকে পড়ে মৃত্যু হয় দেশ রাজের। এরপরই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তারপর দেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

( দোকানের কাবাবের স্বাদ অপছন্দ, রাঁধুনিকে গুলি করে খুন! ধৃত অভিযুক্ত)

পরবর্তীকালে স্থানীয় প্রশাসন জানিয়েছে, দেশরাজের পরিবারকে ‘কিষাণ দুর্ঘটনা বীমা যোজনা’র আওতায় দেওয়া হবে ক্ষতিপূরণ। এদিকে, পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দেশ রাজকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় প্রশাসনের তরফে উদ্যোগে শরাজের পরিবারকে ‘কিষাণ দুর্ঘটনা বীমা যোজনা’র আওতায় ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

বন্ধ করুন