বাংলা নিউজ > ঘরে বাইরে > রবিবারের মধ্যে পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায় শাখা বিছিয়ে ফেলবে বর্ষা

রবিবারের মধ্যে পূর্ব ভারতের বেশিরভাগ জায়গায় শাখা বিছিয়ে ফেলবে বর্ষা

রবিবারের মধ্যে পূর্ব ভারতে ঢুকে পড়বে বর্ষা, উত্তরবঙ্গে চলবে টানা বৃষ্টি।  (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।

আগামী শুক্রবার (১১ জুন) উত্তর বঙ্গোসাগর ও পার্শ্ববর্তী এলাকায় তৈরি হবে একটি নিম্নচাপ। তাতে ভর করেই আগামী রবিবারের (১৩ জুন) মধ্যে পূর্ব ভারতের অধিকাংশ এলাকা ছেয়ে যাবে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সেই নিম্নচাপের হাত ধরে পূর্ব ভারতে বর্ষার পথ প্রশস্ত হচ্ছে। শনিবার ও রবিবারের মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বেশিরভাগ অংশ এবং বিহারের কিছু অংশে বর্ষা পুরোপুরি ঢুকে পড়বে। 

তবে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই পূর্ব ভারতের অধিকাংশ এলাকা এবং পার্শ্ববর্তী মধ্যে ভারতে বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং শুক্রবার ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর শুক্রবার পর্যন্ত মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে বৃষ্টি চলবে। আগামী চার-পাঁচদিনে উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

তারইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দুপুর-বিকেল নাগাদ বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন এবং মুর্শিদাবাদের কয়েকটি প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বর্ষা ঢুকে যাওয়ায় উত্তরবঙ্গের আটটি জেলায় বৃষ্টি হবে। আজ (মঙ্গলবার) দার্জিলিং এবং আলিপুরদুয়ারে দিনভর ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত পর্যন্ত বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে মঙ্গলবার ৭০ থেকে ১১০ মিলিমিটার বর্ষণের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামিকাল (বুধবার) বৃষ্টির মাত্রা আরও বাড়বে।

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.