Monsoon 2022 Rain Forecast in India: নির্দিষ্ট সময়ের আগে বিদায় নিচ্ছে না দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। জানিয়ে দিল ভারতীয় মৌসম ভবন। বৃহস্পতিবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর তথার দুর্গাপুজোর আগের মাসে ভারতে স্বাভাবিকের থেকে ভারী বৃষ্টিপাত হবে।
1/4সেপ্টেম্বরে সার্বিকভাবে ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি (স্বাভাবিকের থেকে নয় শতাংশ বেশি) হতে পারে। এমনই জানাল ভারতীয় মৌসম ভবন। সেইসঙ্গে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের আগে বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/4ভারতীয় মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 'আমরা ভেবেছিলাম যে (নির্দিষ্ট সময়ের আগেই) বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের জন্য ৭ সেপ্টেম্বরের আশপাশে দক্ষিণ দিকে সরে যাবে মৌসুমী অক্ষরেখা। যা মধ্য এবং উত্তর উপদ্বীপীয় ভারতে বৃষ্টি বাড়বে। তাই নির্দিষ্ট সময়ের আগে বর্ষা বিদায়ের জন্য পরিস্থিতি অনুকূল নয়।' সঙ্গে তিনি জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখছে মৌসম ভবন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/4তবে ভারতের সর্বত্র স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে না। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ জায়গা, পূর্ব ভারত ও উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি জায়গা ছাড়া ভারতের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মধ্য এবং পশ্চিম ভারতে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত হবে। যে অঞ্চলে তুলা, সয়াবিন, ডালের মতো দ্রব্যের চাষ হয়। অন্যদিকে, পূর্ব ও উত্তর-পূর্ব দিকে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে। যে অঞ্চলে ধান চাষ করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)