বাংলা নিউজ > ঘরে বাইরে > Monsoon Rainfall: এল নিনোর খেলা, উত্তরপশ্চিম ভারতে এবার স্বাভাবিকের থেকে কম বৃষ্টি, সতর্ক করল IMD

Monsoon Rainfall: এল নিনোর খেলা, উত্তরপশ্চিম ভারতে এবার স্বাভাবিকের থেকে কম বৃষ্টি, সতর্ক করল IMD

এবার কতটা বর্ষা হবে, জেনে নিন। প্রতীকী ছবি  (ANI Photo) (Shrikant Singh)

খামখেয়ালি আবহাওয়া। কতটা বৃষ্টি হবে এবার। জেনে নিন। 

জয়শ্রী নন্দী

বৃষ্টিপাত নিয়ে এবার অত্যন্ত উদ্বেগের কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের দাবি,এবার বর্ষার বৃষ্টি স্বাভাবিকের তুলনায় কম হতে পারে উত্তর পশ্চিম ভারতে। দীর্ঘদিনের গড়পরতা হিসাবে (LPA) বর্ষার যে বৃষ্টি তা স্বাভাবিক হতে পারে উত্তর পূর্ব ভারত ও মধ্য়ভারতে।তবে সার্বিকভাবে বর্ষার বৃষ্টি এবার গোটা দেশে মোটামুটি স্বাভাবিক হতে পারে। জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। এলপিএ অর্থাৎ লং পিরিয়ড অ্য়াভারেজের হিসাবে এই হিসাব কষা হয়েছে। ১৯৭১ থেকে ২০২০ সালের হিসাবে এই তথ্যটা দেওয়া হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতরের EMRC'র প্রধান ডিএস পাই জানিয়েছেন, এই বছরটা এলনিনো বছর।এবার উত্তর পশ্চিম ভারতে ও মধ্যেভারতে কিছুটা কম বৃষ্টি হতে পারে। তবে উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এবার একদিকে এলনিনো আবার অন্য়দিকে IOD( Indian Ocean depole) কার্যকরী হবে। এলনিনোর প্রভাবে বৃষ্টি কমতে পারে। কিন্তু আইওডির জেরে সেই বৃষ্টি আবার পূরণ হয়ে যেতে পারে। যার সুফল কিছুটা পাবে মধ্যভারত। কিন্তু উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে সেটা হবে না।

এদিকে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা এবার। তার জেরে চাষ আবাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে আবহাওয়াবিদ জানিয়েছেন, ওই এলাকায় আমাদের পূর্বাভাস মেনে পরিকল্পনা নেওয়া দরকার। কৃষকদের জন্য আমরা নির্দিষ্ট পরামর্শ দিচ্ছি। সমস্ত মন্ত্রককে আমরা আমাদের পরামর্শ দিচ্ছি নিয়মিত।

এদিকে আইএমডি বলছে, এবার জুন মাসে মনসুনের বৃষ্টি স্বাভাবিকের থেকে কম হতে পারে। ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশে জুন মাসের গড় বৃষ্টি হয়েছে ১৬৫.৪ মিমি। তবে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ জানিয়েছেন,এবারের বর্ষায় ১০০ শতাংশ ক্ষেত্রে এলনিনোর প্রভাব থাকতে পারে। গত বছর পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। এই এলনিনোর প্রভাবে পূর্ব নিরক্ষীয় প্রশান্তমহাসাগরীয় এলাকায় প্রচন্ড গরমের দাপট ও ভারতে কম বৃষ্টি হতে পারে। আবার অন্য়দিকে পজিটিভ আইওডির জেরে দক্ষিণ পশ্চিম ভারতে ভালো বৃষ্টি হতে পারে।

 

বন্ধ করুন