বাংলা নিউজ > ঘরে বাইরে > লকডাউনের কোপে দিল্লির স্কুল থেকে উধাও ১,৬৬,০০০ পড়ুয়া, বলছে রিপোর্ট

লকডাউনের কোপে দিল্লির স্কুল থেকে উধাও ১,৬৬,০০০ পড়ুয়া, বলছে রিপোর্ট

দিল্লি সরকার ও পুর নিগমের অধীনে থাকা স্কুলগুলির প্রায় ১,৬৬,০০০ পড়ুয়া স্কুলছুট।

লকডাউনে অচলাবস্থার কারণে মোট ছাত্র সংখ্যার ৮.৫ শতাংশই স্কুলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে।

কোভিড অতিমারীর মোকাবিলায় অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করার জেরে দিল্লি সরকার ও পুর নিগমের অধীনে থাকা স্কুলগুলির প্রায় ১,৬৬,০০০ পড়ুয়া স্কুলছুট হয়েছে। অর্থাৎ মোট ছাত্র সংখ্যার ৮.৫ শতাংশই স্কুলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে।

দিল্লি সরকারের শিক্ষা দফতর ও পুর নিগম সূত্রে পাওয়া এই তথ্য অনুসারে, এই পড়ুয়ারা স্কুল থেকে উধাও হয়ে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, তাদের হদিশ পাওয়া যাচ্ছে না।  

সরকারি আধিকারিকদের মতে, কোভিড অতিমারী ও তার জেরে লকডাউনের কারণে কয়েক হাজার পরিবার রাজধানী ছেড়ে নিজের রাজ্যে ফিরে যাওয়ার ফলে এবং অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে।

গত জানুয়ারি মাস থেকে স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়া শুরু হয়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদেরও স্কুলে ক্লাস করতে দেওয়া হবে। 

দিল্লি সরকার এবং পূর্ব, উত্তর ও দক্ষিণ দিল্লি পুর নিগমের কাছে থাকা পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি সংখ্যক নিখোঁজ পড়ুয়া রয়েছে উত্তর দিল্লি পুর নিগম পরিচালিত স্কুলগুলিতে। 

নিগমের অন্তর্ভুক্ত শিক্ষা দফতরের আধিকারিকদের মতে, ৭১৪টি স্কুলের হাজিরা খাতায় নাম থাকা ২,৯০,০০০ পড়ুয়ার মধ্যে ৫৮,০০০ ছাত্র-ছাত্রীর সঙ্গে গত ১০ মাসে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। আবার দক্ষিণ দিল্লি পুর নিগম পরিচালিত স্কুলগুলির ২,৮৪,০০০ পড়ুয়ার মধ্যে ৪৪,০০০ ছাত্র-ছাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না। অন্য দিকে, পূর্ব দিল্লি পুর নিগম পরিচালিত ৩৬৫টি স্কুলগুলিতে ভরতি ১,৬৮,০০০ পড়ুয়ার মধ্যে ৩৩,৬০০ পড়ুয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিস্থিতি তুলনায় ভালো দিল্লি সরকার পরিচালিত স্কুলগুলিতে। ১,০৩০টি স্কুলের কিন্ডারগার্টেন থেকে দশম শ্রেণিতে ভরতি ১২,৫৫,০০০ পড়ুয়ার মধ্যে ৩১,০০০ ছাত্রছাত্রীর হদিশ পাননি স্কুল কর্তৃপক্ষ। 

ইউনিসেফ-এর হিসাব বলছে, চলতি শিক্ষাবর্ষে বিশ্বের ৪৬ কোটি শিশু অনলাইন শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি। অতিমারীর কারণে গোটা এক প্রজন্মের শিশুরা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, দেশগুলির কাছে এই আবেদন জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। 

গত কয়েক মাসে দিল্লি সরকার ও পুর নিগমের অধীনে থাকা স্কুলগুলির তরফে পড়ুয়াদের বাড়ি গিয়ে, চিঠি পাঠিয়ে ও কর্মসূচির মাধ্যমে নিখোঁজ পড়ুয়াদের সন্ধান করার চেষ্টা করেছে কর্তৃপক্ষ।

দিল্লি সরকারের শিক্ষা দফতরের আধিকারিকদের মতে, নিখোঁজ পড়ুয়াদের এক বড় অংশ পুর নিগম পরিচালিত স্কুলের পঞ্চম শ্রেণি থেকে পাশ করে ষষ্ঠ শ্রেণিতে ওঠা ছাত্র-ছাত্রীরা। 

রোহিনীর সর্বোদয় কো-এড বিদ্যালয়ের প্রধান অবধেশ কুমার ঝা জানিয়েছেন, ‘আমাদের স্কুলের কমপক্ষে ৪০ পড়ুয়ার কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ২৫ জন ষষ্ঠ শ্রেণির ছাত্র। অনেক চেষ্টা করেও আমাদের নথিতে থাকা ঠিকানায় তাদের খুঁজে পাওয়া যায়নি। প্রতিবেশীদের থেকে জানতে পেরেছি, লকডাউনের কারণে তাদের পরিবার গ্রামে ফিরে গিয়েছে। তারা এখনও পর্যন্ত দিল্লি ফেরেনি।’

ঘরে বাইরে খবর

Latest News

’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড! দেবগুরুর বৃষে গমনে ৪ রাশির হবে ভাগ্যর উন্নতি, আর্থিক লাভ, বাড়বে সম্মানও পূর্ণিয়া লোকসভা কেন্দ্র ২০২৪: পাপ্পুর বাউন্সার ইন্ডিয়াকে, জানুন কে জিতেছে অতীতে পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ… ওয়েনাড়ে যাবতীয় নজর রাহুলে, অতীতের ট্র্যাক রেকর্ডই ভরসা সিপিআই-এর প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে চিত্র-বিচিত্র সলমন! হীরামান্ডির স্ক্রিনিংয়ে ড্রাগন বল জেড প্যান্টে এলেন ভাইজান

Latest IPL News

DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.