বিশ্বের অন্তত ৮৬টি দেশে প্রায় ১০ হাজার ১৫২জন ভারতীয় নাগরিক কারারুদ্ধ রয়েছেন বলে খবর। হয় বিচারাধীন নয়তো সাজাপ্রাপ্ত অবস্থায় তাঁরা জেলবন্দি রয়েছেন। লোকসভাতে তেমন তথ্যই পেশ করেছে ভারত সরকার। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্য়ক রয়েছেন উপসাগরীয় দেশ ও অন্যান্য এশিয়ান দেশগুলিতে। সৌদি আরবে সবথেকে বেশি ভারতীয় বন্দি রয়েছেন। সব মিলিয়ে সেখানে ২৬৩৩জন ভারতীয় বন্দি রয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন ২৫১৮জন ভারতীয় বন্দি। নেপালেই রয়েছেন ১৩১৭জন।
বিদেশমন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদের নিম্নকক্ষে এই তথ্য শেয়ার করেছেন। সাংসদ ইটি মহম্মদ বশিরের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী এই তথ্য দিয়েছেন।
এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে ১৬৯জন ভারতীয় রয়েছেন মার্কিন জেলে। ইংল্যান্ডে রয়েছেন ২৮৮জন। ইউরোপিয়ান ও বিদেশের নানা দেশে রয়েছেন ভারতীয় বন্দিরা। ভারত সরকার দাবি করেছে বিদেশের বিভিন্ন জেলে যারা বন্দি রয়েছেন তাদের সুরক্ষা ও ভালো থাকার উপর সরকার জোর দিয়েছে। তাদের গ্রেউফতারির বিষয়টি নিয়েও নজর দেওয়া হচ্ছে। দূতাবাসগুলির মাধ্য়মে নজর রাখা হচ্ছে।
বিদেশে বিভিন্ন আটকের ক্ষেত্রে কূটনৈতিক মিশন বিদেশের স্থানীয় অফিসার ও সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এই সমস্ত আটক ব্যক্তিদের আইনগত অধিকারকে সুরক্ষিত করার ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় দূতাবাস নানা ধরনের সহযোগিতা, স্থানীয় আইনজীবীদের মাধ্য়মে আইনগত সহায়তার উপরেও জোর দেয়। ওই এমপি ফিফা বিশ্বকাপের পর থেকে বিদেশের জেলগুলিতে উল্লেখযোগ্য সংখ্য়ক ভারতীয়দের আটকে থাকার ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তবে এনিয়ে নির্দিষ্ট জবাব মেলেনি।
ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার জেলগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক বন্দি নেই বলেই খবর। এদিকে একাধিক দেশের সঙ্গে ভারতের বন্দি দেশে পাঠানো সংক্রান্ত চুক্তি রয়েছে। সেই অনুসারে তাদের দেশের সংশোধনাগারেও আনা যায়। এদিকে ভারতও নানা সময় কূটনৈতিক চ্যানেলের মাধ্য়মে এই আটক নাগরিকদের মুক্তির ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।