বিভিন্ন অপরাধ বা নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের জেলে বহু ভারতীয় নাগরিক বন্দি রয়েছেন। সেই সংখ্যাটি ঠিক কতটা? সেই তথ্য জানাল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় লিখিত প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, গোটা বিশ্বের ৮৬ টি দেশে মোট ১০,১৫২ জন ভারতীয় নাগরিক বর্তমানে জেলে বন্দি রয়েছেন। যার মধ্যে সৌদি আরবে এই সংখ্যাটা সবচেয়ে বেশি। আর আর ভারতীয় নাগরিকদের জেলে বন্দির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে পড়শি দেশ নেপাল। তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন, কীর্তি বর্ধন।
আরও পড়ুন: 'পাকিস্তানের জেলে ৬ বন্দি ভারতীয়ের মৃত্যু গত ৯ মাসে', দিল্লি বলছে ‘উদ্বেগজনক’
বৃহস্পতিবার সংসদে এই তথ্য পেশ করেন কীর্তি বর্ধন। এই তথ্য অনুযায়ী তিনি জানিয়েছেন, সৌদি আরবের জেলে বর্তমানে ২,৬৩৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২,৫১৮ জন এবং নেপালে ১,৩১৭ ভারতীয় বন্দি আছে। বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, এই মোট সংখ্যার মধ্যে ২,৬৮৪ জন ভারতীয় রয়েছেন যারা বিদেশে বিচারের মুখোমুখি হচ্ছেন। মন্ত্রণালয়ের কাছে পাওয়া তথ্যের কথা উল্লেখ করে কীর্তি বর্ধন জানান, অন্যান্য যে দেশগুলিতে ভারতীয় নাগরিকরা জেলে বন্দি রয়েছেন তার মধ্যে রয়েছে কাতার-৬১১ জন, কুয়েত - ৩৮৭ জন। এছাড়াও, মালয়েশিয়ায় ৩৩৮ জন, যুক্তরাজ্যে ২৮৮ জন, পাকিস্তানে ২৬৬ জন, বাহরিনে ১৮১ জন, চিন ১৭৩ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬৯ জন, ইতালিতে ১৬৮ জন এবং ওমানে ১৪৮ জন প্রভৃতি। এদিকে, সৌদি আরবে বিচারাধীন ভারতীয় বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। এই সংখ্যাটি হল ১,২২৬ জন। এছাড়া অন্যান্য যে দেশগুলিতে বিচারাধীন বন্দির সংখ্যা উল্লেখযোগ্য সেগুলি হল- সংযুক্ত আরব আমিরাত (২৯৪ জন), বাহরিন (১৪৪ জন), কাতার (১২৩ জন) এবং মালয়েশিয়া (১২১ জন)।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদ হারিস বিরানের আরেকটি প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন বলেন, যে বিদশের আদালত ৫৪ জন ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সংযুক্ত আরব আমিরাতে (২৯ জন) এবং সৌদি আরবে (১২ জন)।
প্রতিমন্ত্রী বলেন, এই সব ভারতীয় নাগরিকদের সবধরনের সাহায্য করা হচ্ছে। এই সহায়তার মধ্যে রয়েছে জেল পরিদর্শন করা, আদালত, জেল কর্তৃপক্ষ, পাবলিক প্রসিকিউটর এবং বিদেশের অন্যান্য সংস্থার সঙ্গে তাদের মামলা অনুসরণ করা। জেলে থাকা ভারতীয় নাগরিকদের হয়ে আবেদন দায়ের, সাজা কমানোর আবেদন প্রভৃতি সহ বিভিন্ন আইনি প্রতিকার অনুসন্ধানে সহায়তা করা হয় বলে মন্ত্রী জানিয়েছেন।
ভারতের কমিউনিস্ট পার্টির সাংসদ সন্তোষ কুমার পি-এর অন্য প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে মোট ৩০৭ জন ভারতীয় মৎসজীবী বিদেশে আটক রয়েছেন। এর মধ্যে ২১৭ জন পাকিস্তানে, ৫৮ জন শ্রীলঙ্কায়, ২৮ জন সৌদি আরবে এবং ৪জন বাহরিনে রয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালে শ্রীলঙ্কা ৪৭৯ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে, বাংলাদেশ ৯৫ জন, বাহরিনন ৪৭ জন, কাতার ২৯ জন এবং সৌদি আরব ২৭ জনকে মুক্তি দিয়েছে।
মন্ত্রী বলেন, সরকার ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ভারতীয় মৎস্যজীবীদের দ্রুত মুক্তি এবং প্রত্যাবর্তনের বিষয়টি সকল স্তরে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। এছাড়াও, ভারতীয় আধিকারিকরা নিয়মিতভাবে জেলে আটকে থাকা মৎস্যজীবীদের খোঁজ খবর নেন। তাদের আইনি সহায়তা সহ অন্যন্য সহায়তা প্রদান করা হয়।