বাংলা নিউজ > ঘরে বাইরে > জুনে ১৬ হাজারেরও বেশি নতুন ব্যবসা নথিভুক্ত, কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা

জুনে ১৬ হাজারেরও বেশি নতুন ব্যবসা নথিভুক্ত, কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা

জুনে ১৬ হাজারেরও বেশি নতুন ব্যবসা নথিভুক্ত, কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

জুন মাসেই ১৬ হাজার ৬০০-‌রও বেশি নতুন সংস্থা নথিভুক্ত হয়েছে। যার মধ্যে ১২ হাজার ৭২২ একেবারে নতুন সংস্থা রয়েছে এবং ৩ হাজার ৯৪০টি লিমিটেড পার্টনারশিপ ফার্ম রয়েছে। ১-‌২ মাসের মধ্যে এই হার বেড়ে বার্ষিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

মহামারি ‘‌পার্ট টু’‌ থিতিয়েছে।এই ফাঁকেই নয়া সংস্থা খুলতে উদ্যোগী হয়েছেন ব্যবসায়ীরা। ফলে, কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে খোলা বাজারে। প্রায় দু’‌বছর ধরে করোনার জেরে চলা লকডাউন ও বিধিনিষেধের জেরে কাজ হারিয়েছেন মানুষ। ব্যবসা বাণিজ্যও তলানিতে ঠেকেছে। তবে অনেকেই সংসারের জোয়াল ঠেলতে পেশা বদল করতে বাধ্য হয়েছেন। সেরকমই পুরনো অলাভজনক ব্যাবসায় তালা ঝুলিয়ে লাভজনক ব্যবসার দিকে ঝুঁকেছেন অনেক ব্যাবসায়ীরাই। এমনকী, ঢেলে বিনিয়োগও করেছেন। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তথ্যে।

সেখানে চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। মে মাসে পরিসংখ্যান থিতিয়ে গেলেও শুধু জুন মাসেই ১৬ হাজার ৬০০-‌রও বেশি নতুন সংস্থা নথিভুক্ত হয়েছে। যার মধ্যে ১২ হাজার ৭২২ একেবারে নতুন সংস্থা রয়েছে এবং ৩ হাজার ৯৪০টি লিমিটেড পার্টনারশিপ ফার্ম রয়েছে। ১-‌২ মাসের মধ্যে এই হার বেড়ে বার্ষিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। যেখানে ২০২০ সালে মুখ থুবড়ে পড়েছিল ব্যবসা নথিভুক্তিকরণের গোটা প্রক্রিয়া।

বিশেষজ্ঞদের মতে, যেহেতু এখন দ্বিতীয় ঢেউয়ের দাপট কমেছে, তাই ব্যবসায়ীরা নিজেদের পছন্দসই ব্যবসার নথিভুক্তিকরণের প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছেন।

এতে খুশির হাওয়া বইছে কর্মী মহলে। তাঁদের মতে, লকডাউনে কাজ হারিয়ে অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। যত নতুন সংস্থা বাড়বে, ততই কাজের সুযোগও বাড়বে। এছাড়াও দেশের নুইয়ে পড়া অর্থনীতি কিছুটা চাঙ্গাও হবে বলে আশাবাদী বণিক মহলও।

দ্বিতীয় ঢেউ চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে জারি হওয়া নিষেধাজ্ঞাগুলির জন্য যেহেতু মে মাসে বিক্রিভাটা তলানিতে ঠেকেছিল। সেকারণে জুনে পণ্য ও পরিষেবা কর (‌জিএসটি)‌ সংগ্রহের ক্ষেত্রে ক্ষতির মুখ দেখেছে আয়কর দফতরও।

চলতি মাসের শুরুতে যে তথ্য প্রকাশ করেছিল আয়কর দফতর, তাতে টানা ৮ মাস স্থিতিশীল থাকার পর জুনের জিএসটি সংগ্রহ ১ লক্ষ কোটি টাকার নীচে নেমে গিয়েছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.