বাংলা নিউজ > ঘরে বাইরে > Most Hated Subject Survey: সাংবাদিকতার ডিগ্রি হাতে মাথা চাপড়াচ্ছেন সিংহভাগ পড়ুয়া, দাবি সমীক্ষায়

Most Hated Subject Survey: সাংবাদিকতার ডিগ্রি হাতে মাথা চাপড়াচ্ছেন সিংহভাগ পড়ুয়া, দাবি সমীক্ষায়

সাংবাদিকতার ডিগ্রি হাতে মাথা চাপড়াচ্ছেন সিংহভাগ পড়ুয়া

কোভিডের সময় পড়াশোনার ওপর প্রভাব পড়েছে বিস্তর। বহু পড়ুয়াই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাসে পা না রেখেই হাতে পেয়েছেন ডিগ্রি। অনলাইন পরীক্ষায় বস্তা বস্তা নম্বর মিলেছে ঠিকই। তবে এখন আর চাকরি পাওয়া যাচ্ছে না।

বিগত দিনে বিশ্বজুড়ে বেকারত্বের হার বেড়েছে লাফিয়া লাফিয়ে। কোভিডকালে সেই গ্রাফ চড়েছে আরও তড়তড়িয়ে। এরই মাঝে পড়াশোনার ওপরও প্রভাব পড়েছে বিস্তর। বহু পড়ুয়াই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাসে পা না রেখেই হাতে পেয়েছেন ডিগ্রি। অনলাইন পরীক্ষায় বস্তা বস্তা নম্বর মিলেছে ঠিকই। তবে এখন আর চাকরি পাওয়া যাচ্ছে না। এদিকে যারা চাকরিও পেয়েছেন, তারাও নিজেদের কাজ নিয়ে সন্তুষ্ট নন। এই আবহে পড়ুয়াদের মধ্যে একটি সমীক্ষা করে প্রশ্ন করা হয়, কোন প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে মাথা চাপড়াচ্ছেন পড়ুয়ারা? জর্জটাউন ইউনিভার্সিটি সেন্টার অন এডুকেশন অ্যান্ড দ্য ওয়ার্কফোর্সের হয়ে এই সংক্রান্ত সমীক্ষা করেছে জিপরিক্রুটার। সেই রিপোর্টটি প্রকাশিত হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-র ওয়েবসাইটে।

রিপোর্ট অনুযায়ী, ৪৪ শতাংশ চাকরিপ্রার্থী নিজেদের পড়াশোনার বিষয় চয়নের বিষয়ে পস্তাচ্ছেন। জিপরিক্রুটারের সমীক্ষা অনুযায়ী, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৮৭ শতাংশ পড়ুয়া, সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৭২ শতাংশ পড়ুয়া, লিবারেল আর্টস নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৭২ শতাংশ পড়ুয়া, জনসংযোগ নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৬৪ শতাংশ পড়ুয়া, এডুকেশন নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৬১ শতাংশ পড়ুয়া, মার্কেটিং ম্যানেজমেন্ট ও রিসার্চ নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৬০ শতাংশ পড়ুয়া, মেডিক্যাল বা ক্লিনিকাল বিষয় নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৫৮ শতাংশ পড়ুয়া, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৫৬ শতাংশ পড়ুয়া, জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৫২ শতাংশ পড়ুয়া, ইংরেজি লিটারেচার নিয়ে পড়াশোনা করে পস্তাচ্ছেন ৫২ শতাংশ পড়ুয়া।

এদিকে যেসব বিষয় নিয়ে পড়ুয়াদের মধ্যে আগ্রহ সর্বোচ্চ, সেগুলি হল - কম্পিউটার সায়েন্স ও তথ্য প্রযুক্তি - ৭২ শতাংশ, ক্রিমিনোলজি – ৭২ শতাংশ, ইঞ্জিনিয়ারিং - ৭১ শতাংশ, নার্সিং – ৬৯ শতাংশ, স্বাস্থ্য – ৬৭ শতাংশ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ম্যানেজমেন্ট – ৬৬ শতাংশ, ফাইন্যান্স – ৬৬ শতাংশ, মনোবিজ্ঞান – ৬৫ শতাংশ, নির্মাণ ব্যবসা – ৬৫ শতাংশ, মানব সম্পদ ব্যবস্থাপনা – ৫৮ শতাংশ।

বন্ধ করুন