আইআইটি খড়গপুরের ছাত্র ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিলেন ছাত্রের মা। চিঠিতে ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফয়জানের মা রেহানা আহমেদ। চিঠিটি ইমেইলের পাশাপাশি ডাক মারফত তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কাছে পাঠিয়েছেন। সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর তরফে চিঠিটি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও ওই চিঠির একটি প্রতিলিপি তিনি পাঠিয়েছেন।
চিঠিতে তিনি আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি এবং উদাসীনতার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, ‘ফয়জান তার মৃত্যুর এক মাস আগে তার হোস্টেল স্থানান্তর করেছিলেন। অথচ কর্তৃপক্ষ সে বিষয়ে জানত না। কর্তৃপক্ষ আমার ছেলেকে একটি সিঙ্গল রুম বরাদ্দ সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেনি। তাছাড়া, আমাকে জানানো হয়নি যে ফয়জান বেশ কয়েকটি মিড সেমিস্টার পরীক্ষা দেয়নি।’
চিঠিতে, রেহানা আহমেদ উল্লেখ করেছেন, কর্তৃপক্ষ ফায়জানকে খুঁজে বের করার জন্য কোনও পদক্ষেপ করেনি। কেন সে তার হোস্টেলের রুম থেকে বের হচ্ছে না তারও খোঁজ খবর রাখেনি। তাঁর দাবি, সময়মতো পদক্ষেপ করা হলে, তার ছেলেকে এই করুণ পরিণতির মুখোমুখি হতে হত না।
তিনি আরও জানিয়েছেন, ফয়জানের মৃত্যুর পেতে কেন কর্তৃপক্ষের ৭২ ঘণ্টা সময় লাগল? সে প্রশ্নও তিনি তুলেছেন। প্রসঙ্গত, মানসিক অবসাদের কারণে ফয়জান আত্মঘাতী হয়েছিলেন বলে দাবি করেছে আইআইটি কর্তৃপক্ষ। তা নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন ফয়জানের মা। তার প্রশ্ন, ‘যদি আমার ছেলে কোনও কারণে মানসিকভাবে অবসাদে ছিল তাহলে কেন আমাকে জানানো হয়নি?’ তা জানানো হলে পরিবারের তরফে চিকিৎসা করা সম্ভব হতো বলে দাবি রেহানা আহমেদের। এই ঘটনায় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।