বাংলা নিউজ > ঘরে বাইরে > India-Singapore Mou: মোদীর সফর! সেমিকন্ডাক্টর ও ডিজিটাল প্রযুক্তি নিয়ে সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি

India-Singapore Mou: মোদীর সফর! সেমিকন্ডাক্টর ও ডিজিটাল প্রযুক্তি নিয়ে সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। (PTI PHOTO) (PTI)

ভারত ও সিঙ্গাপুর বুধবার ডিজিটাল প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য সহযোগিতা এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে প্রধান সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে, যা তাদের সহযোগিতাকে আরও জোরদার করবে।

সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার প্রতিপক্ষ লরেন্স ওং দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়।

ভারত ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত মূল সমঝোতাপত্রগুলি কী কী?

ডিজিটাল প্রযুক্তিতে সহযোগিতার জন্য ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিঙ্গাপুরের ডিজিটাল উন্নয়ন ও তথ্য মন্ত্রণালয়ের মধ্যে প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটি ডিপিআই, সাইবার সিকিউরিটি এবং ফাইভ-জির মতো উদীয়মান প্রযুক্তি এবং সুপার-কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা সহজতর করতে সহায়তা করবে। এটি ডিজিটাল ক্ষেত্রে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং পুনরায় দক্ষ করে তোলার জন্য সহযোগিতা সক্ষম করবে।

ভারত-সিঙ্গাপুর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম পার্টনারশিপ সংক্রান্ত সমঝোতা স্মারকটি স্বাক্ষর করে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রক। এই চুক্তির আওতায় ভারত ও সিঙ্গাপুর একটি সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে তুলতে এবং সেমিকন্ডাক্টর ডিজাইন ও ম্যানুফ্যাকচারিংয়ে প্রতিভা বিকাশে সহযোগিতা করবে। এর ফলে, ভারতে সিঙ্গাপুরের বিনিয়োগও সহজ হয়ে উঠবে।

সিঙ্গাপুর বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের একটি অবিচ্ছেদ্য অংশ, বিশ্বব্যাপী উত্পাদিত সমস্ত চিপের ১০ শতাংশ এবং সেমিকন্ডাক্টর উত্পাদন সরঞ্জামগুলির বিশ্বব্যাপী উৎপাদনে প্রায় ২০ শতাংশ।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ খাতে সহযোগিতার বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে যৌথ প্রয়াসকে সহজতর করা হবে এবং স্বাস্থ্য পরিচর্যা ও ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়নে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধি পাবে। এই চুক্তিটি সিঙ্গাপুরে ভারতীয় স্বাস্থ্যসেবা পেশাদারদের উৎসাহে নয়াদিল্লির প্রচেষ্টার পরিপূরক হবে।

প্রধানমন্ত্রী শিক্ষাগত সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে ভারতের স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রণালয় এবং সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়। এই চুক্তির লক্ষ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা প্রচার করা এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে চলমান সক্রিয় সহযোগিতার পরিপূরক হবে।

মোদী লরেন্স ওয়াংয়ের সাথেও বৈঠক করেছেন।

উদ্বোধনী বক্তব্যে মোদী বলেন, সিঙ্গাপুর কেবল অংশীদার দেশই নয়, এটি প্রতিটি উন্নয়নশীল দেশের জন্য অনুপ্রেরণা।

'সম্পর্কের একটি নতুন অধ্যায়: বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী @narendramodi ও প্রধানমন্ত্রী @LawrenceWongST ফলপ্রসূ বৈঠক করেছেন।

"নেতারা সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। তারা উন্নত উৎপাদন, কানেক্টিভিটি, ডিজিটালাইজেশন, স্বাস্থ্যসেবা ও ওষুধ, দক্ষতা উন্নয়ন এবং টেকসই ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।

মোদী তার উদ্বোধনী বক্তব্যে উষ্ণ অভ্যর্থনার জন্য ওয়াংকে ধন্যবাদ জানান।

বুধবার সিঙ্গাপুরে পৌঁছানো মোদীকে সিঙ্গাপুরের সংসদ ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় এবং ওয়াং তাকে স্বাগত জানান। সেখানে পৌঁছে মোদি সংসদ ভবনে ভিজিটর্স বুকে স্বাক্ষর করেন এবং সিঙ্গাপুরের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রবীণ মন্ত্রী লি সিয়েন লুংয়ের দেওয়া মধ্যাহ্নভোজের পরে মোদী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে এইএম হোল্ডিংস লিমিটেডের সেমিকন্ডাক্টর সুবিধাও পরিদর্শন করবেন। এরপর তিনি প্রেসিডেন্ট থারমান সন্মুগরত্নম এবং এমেরিটাস প্রবীণ মন্ত্রী গোহ চোক টং-এর সঙ্গেও বৈঠক করবেন।

মোদীর সিঙ্গাপুরে সিইওদের সাথে একটি ব্যবসায়িক বৈঠকও করার কথা রয়েছে।

(সংবাদ সংস্থা এএনআই অবলম্বনে)

পরবর্তী খবর

Latest News

4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.