নিষিদ্ধ করা হবে অনলাইন গেম। প্রয়োজনে আইন প্রণয়ন করবে মধ্যপ্রদেশ সরকার। বৃহস্পতিবার এমনটাই বললেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
সম্প্রতি অনলাইন গেমে ৬ হাজার টাকা খুইয়ে আত্মহত্যা করে ১১ বছরের এক কিশোর। কিশোরের মা-বাবা জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে গেমেই বুঁদ হয়ে থাকত সে। সেই কারণে বাড়িতে বকাবকি, ফোন কেড়ে নেওয়ার মতো চেষ্টাও হয়েছে। কিন্তু তাও সুরাহা হয়নি। ঘটনার পরে দেখা যায়, বাবাকে না জানিয়েই তাঁর অ্যাকাউন্ট থেকে গেমে ৬ হাজার টাকা খরচ করেছিল সে। ভোপালের ঘটনার পরেই তড়িঘড়ি পদক্ষেপের সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের।
আরও পড়ুন : ফোন চুরি হলে Paytm/Gpay কীভাবে ব্লক করবেন? জেনে রাখুন
গত বছরের অগস্টে ছাতারপুর জেলায় ১৩ বছরের এক কিশোরও গেমে টাকা হারিয়ে আত্মহত্যা করেছিল। সেই সময়েও অনলাইন গেম নিষিদ্ধ করার জন্য একটি আইন আনা হবে বলে ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন : Viral: ভাঁজ করে দেশলাই বাক্সে ভরা যাবে শাড়ি! বাজিমাত শিল্পীর
বাস্তবায়িত হলে মধ্যপ্রদেশ ভারতের অষ্টম রাজ্য হবে যেখানে অনলাইন গেম নিষিদ্ধ হবে। এর আগে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলাঙ্গানা, ওড়িশা, সিকিম, নাগাল্যান্ড এবং কর্নাটক আইন এনে অনলাইন গেমিং নিষিদ্ধ করেছে। অন্যদিকে রাজ্যগুলির এই আইনকে গেমিং সংস্থাগুলি আদালতে চ্যালেঞ্জ করেছে।