সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো (হিন্দুস্তান টাইমস বাংলা সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নানা মহলে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, ওই ভিডিয়োটি নাকি মধ্যপ্রদেশের রতলাম অঞ্চলের। ভিডিয়োয় দেখা গিয়েছে ১৬ বছরের এক কিশোর নির্মমভাবে তিন নাবালককে মারধর করছে! আক্রান্ত ওই বাচ্চাদের বয়স যথাক্রমে ৬, ১১ এবং ১৩ বছর।
ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই কিশোর ওই তিন নাবালককে প্রথমে চড়, থাপ্পড় মারে এবং তারপর হাওয়াই চপ্পল দিয়ে পেটায়। এমন আক্রমণে তিনটি বাচ্চা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলেও তাদের প্রতি এতটুকুও মায়া দেখায়নি মারমুখী ওই কিশোর!
উপরন্তু, ওই তিন নাবালকের উদ্দেশে রীতিমতো অশালীন মন্তব্য করতে শোনা যায় সংশ্লিষ্ট কিশোরকে। সে অভিযোগ করে, ওই তিন নাবালক নাকি গোপনে সিগারেট খাওয়া অভ্যাস করছে। তাই, তাদের কাছ থেকে তাদের বাবা-মায়ের ফোন নম্বরও চায় ওই কিশোর।
আরও যে বিষয়টিকে কেন্দ্র করে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে নানা মহল, তা হল - এই ঘটনায় ধর্মীয় অসহিষ্ণুতার প্রভাব অত্যন্ত স্পষ্ট বলে অভিযোগ! এবং ঘটনায় আক্রান্ত ও অভিযুক্ত - দুই পক্ষই আদতে অপ্রাপ্তবয়স্ক!
এই ভাইরাল ভিডিয়ো নিয়ে কেন উদ্বেগ ছড়িয়েছে?
দাবি করা হচ্ছে, ওই তিন নাবালক নাকি 'আল্লাহ'র নাম নিয়েছিল। আর সেটা শুনেই ক্ষেপে যায় ১৬ বছরের ওই কিশোর! সে বাচ্চা তিনটিকে সমানে থাপ্পড় মারতে শুরু করে এবং তাদের 'জয় শ্রী রাম' বলতে বলে!
কিন্তু, প্রথমে তিন নাবালক জয় শ্রী রাম বলতে রাজি হয়নি। এতে ওই কিশোর আরও রেগে যায়। এরপর সে চপ্পল খুলে তিন নাবালককে মারতে থাকে! যতক্ষণ পর্যন্ত না ওই তিন নাবালক জয় শ্রী রাম বলে, ততক্ষণ এই নিগ্রহ চলতে থাকে!
কবে ঘটেছিল এই ঘটনা?
খুব স্বাভাবিকভাবেই এই ভিডিয়ো সামনে আসতেই সমাজের নানা স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সূত্রের দাবি, মারধরের এই ঘটনা আসলে একমাসের পুরোনো। কিন্তু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তা জানাজানি হয়।
পুলিশের কাছে অভিযোগ দায়ের:
হিন্দুস্তান টাইমস-এর রিপোর্ট অনুসারে, এই ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আক্রান্ত তিন বালকের পরিবারের সদস্যরা স্থানীয় মানক চৌক থানায় অভিযোগ দায়ের করেছেন। রতলামের অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রাকা এই প্রসঙ্গে জানিয়েছেন, 'বাচ্চাদের মারধর করার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, এটি প্রায় একমাসের পুরোনো একটি ভিডিয়ো। সাইবার টিমকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং অভিযুক্তের সন্ধান করতে বলা হয়েছে।'
পুলিশের বক্তব্য:
খুব সম্ভবত সিগারেট খাওয়া নিয়ে ঘটনার সূত্রপাত হয়। কারণ, ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক কিশোর ওই বাচ্চাদের জিজ্ঞেস করছে, তারা কি আর সিগারেট খাবে? তখনই একটি বাচ্চা 'আল্লাহ' বলে চেঁচাতে থাকে। এটা শুনেই ওই কিশোর বাচ্চাদের মারতে শুরু করে এবং ততক্ষণ পর্যন্ত মারতে থাকে, যতক্ষণ না ওই বাচ্চারা 'জয় শ্রী রাম' বলে।
এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অশালীন আচরণ, আঘাত করা, অসৎ উদ্দেশ্যে আটক করে রাখা, অপরাধমূলক হুমকি দেওয়া এবং ধর্মীয় শত্রুতামূলক আচরণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।