বাংলা নিউজ > ঘরে বাইরে > আদানির ৪টি সংস্থার শেয়ারকে আর ফ্রি-ফ্লোট বলে ধরবে না MSCI,জানুন তাতে কী সমস্যা?

আদানির ৪টি সংস্থার শেয়ারকে আর ফ্রি-ফ্লোট বলে ধরবে না MSCI,জানুন তাতে কী সমস্যা?

শঙ্কা প্রকাশ করল মার্কিন সংস্থা MSCI । তাদের দাবি, আদানি গোষ্ঠীর এই ৪ সংস্থাকে আর ফ্রি-ফ্লোট হিসাবে ধরা যাবে না। MSCI শেয়ার বাজারের সূচক তৈরি করে। ফলে সংস্থার রেটিংয়ের দিকে তাকিয়ে থাকেন বহু বিনিয়োগকারী।

অন্য গ্যালারিগুলি