শঙ্কা প্রকাশ করল মার্কিন সংস্থা MSCI । তাদের দাবি, আদানি গোষ্ঠীর এই ৪ সংস্থাকে আর ফ্রি-ফ্লোট হিসাবে ধরা যাবে না। MSCI শেয়ার বাজারের সূচক তৈরি করে। ফলে সংস্থার রেটিংয়ের দিকে তাকিয়ে থাকেন বহু বিনিয়োগকারী।
1/6আদানি গোষ্ঠীর ৪টি সংস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করল মার্কিন সংস্থা MSCI । তাদের দাবি, আদানি গোষ্ঠীর এই ৪ সংস্থাকে আর ফ্রি-ফ্লোট হিসাবে ধরা যাবে না। MSCI শেয়ার বাজারের সূচক তৈরি করে। ফলে সংস্থার রেটিংয়ের দিকে তাকিয়ে থাকেন বহু বিনিয়োগকারী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (REUTERS)
2/6MSCI জানিয়েছে, তারা আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন এবং এসিসি-র ফ্রি-ফ্লোট রেটিং তুলে নিয়েছে। বাদবাকি কোম্পানিগুলির ক্ষেত্রে যদিও আগের মতোই ফ্রি ফ্লোট জারি থাকবে। কিন্তু এই ফ্রি ফ্লোট কী? ফাইল ছবি: ব্লুমবার্গ (REUTERS)
3/6ফ্রি ফ্লোট, পাবলিক ফ্লোট নামেও পরিচিত। এর মানে হল এমন কোনও শেয়ার যা যে কেউ লেনদেন করতে পারেন এবং কোনও দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। অর্থাত্, আদানি গোষ্ঠীর শেয়ারগুলির বিষয়ে বেশ আশঙ্কাজনক ইঙ্গিতই দিয়েছে মার্কিন সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/6হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ভিনদেশে শেল কোম্পানি খুলে নিজেদেরই শেয়ার কিনে কিনে স্টকের দাম বাড়ানোর অভিযোগ তোলা হয়েছে। এর পাশাপাশি সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগও তোলা হয়েছে উক্ত রিপোর্টে। বলা হয়েছে, বড় সরকারি সংস্থাগুলি আদানি গোষ্ঠীর শেয়ারে বিপুল বিনিয়োগ করেছে। আবার বিভিন্ন সরকারি সংস্থাই সেই অতি-মূল্যায়নকৃত শেয়ারগুলি বন্ধক রেখে আদানি গোষ্ঠীকে ঋণ দিয়েছে। ফলে ঋণখেলাপি হলে গোটা আদানি সাম্রাজ্যই টলে যেতে পারে বলে দাবি করা হয়েছে। ফাইল ছবি: এএফপি (REUTERS)
6/6আদানি গোষ্ঠী যদিও শুরু থেকেই এই দাবি নস্যাত্ করেছে। তারা জানিয়েছে, এর আগেও আদালতে এই দাবিগুলি মিথ্যা প্রমাণিত হয়েছে। তাছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ আগেভাগেই মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছে সংস্থা। ফাইল ছবি: এপি (REUTERS)