নরেন্দ্র মোদীর মার্কিন সফরের মাঝে একটা সময় তিনি সাক্ষাৎ করেন মার্কিন শিল্পপতি ইলন মাস্ক ও তাঁর পরিবারের সঙ্গে। এদিকে, মোদীর মার্কিন সফরকালে ট্রাম্প ঘনিষ্ঠ 'টেসলা' প্রধান ইলন মাস্কের সঙ্গে ভিডিয়ো কল-এ কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ভারত-বাংলাদেশ সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের খাতে ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মাস্কের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসের এই ফোনালাপ বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বাংলাদেশের নোবেলজয়ী তথা প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কথা হয়েছে ভিডিয়ো কল-এ। এই আলোচনায় উঠে এসেছে, বাংলাদেশে স্টারলিঙ্ক স্যাটেলাইটের ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়টি। খুব প্রান্তিক এলাকাতেও ‘লো আর্থ অরবিট স্যাটেলাইট’ স্টারলিঙ্কের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদানের সুবিধা রয়েছে। আর সেই স্টারলিঙ্ক নিয়েই দুই পক্ষের আলোচনা হয়েছে বলে খবর। এছাড়াও ইউনুসের মিডিয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর রূপান্তরমূলক প্রভাবের ওপর জোর দিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রযুক্তি-চালিত সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে মাস্কের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছে, মাস্ককে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানালে, তিনি সেখানে যাবেন বলে জানিয়েছেন। তবে এই ভিডিয়ো কল-এর বিষয়ে ইলন মাস্ক সেভাবে খোলাখুলি কিছু জানাননি। তিনি সোশ্যাল মিডিয়াতেও কোনও পোস্ট করেননি। এদিকে, বাংলাদেশের মিডিয়া রিপোর্জ জানাচ্ছে, বাংলাদেশের অবকাঠামোর স্টারলিঙ্কের প্রবেশ ঘিরে নানান বিষয় আলোচনা করেন ইউনুস। অন্যদিকে, ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করেন।
এদিকে, মার্কিন সফরে মোদী যেতেই ব্লেয়ার হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে যান ইলন মাস্ক। তাঁর সঙ্গে ছিলেন মাস্কের বান্ধবী। এছাড়াও মাস্কের ১২ সন্তানের মধ্যে ৩ সন্তান সেখানে পৌঁছন। মাস্কের ৩ সন্তানকে ভারতীয় প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই সহ ৩ টি বই উপহার দেন। এদিকে, মাস্ক ও মোদীর মধ্যে দীর্ঘক্ষণ বহুবিধ বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, স্পেস থেকে প্রযুক্তি, উদ্ভাবন সহ নানান বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।