নোবেলজয়ী মহম্মদ ইউনুস বিগত প্রায় ৭ মাসের বেশি সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় আছেন। আওয়ামি লিগের সরকারের নেতা-মন্ত্রীদের ধরে জেলে ভরা হয়েছে। তাদের বিরুদ্ধে চলছে দুর্নীতির কয়েকশো মামলা। তবে তাও বাংলাদেশে দুর্নীতি কি শেষ হয়েছে? এই সবের মাঝেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগে অকপট স্বীকারোক্তি ইউনুসের। তিনি জাতির উদ্দেশে ভাষণকালে বলেন, 'বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। পুরো বিশ্ব বুঝে গেছে, আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না।' এর জন্যে অবশ্য বিগত হাসিনা সরকারকে দায়ী করেন। তবে নিজের সরকারের ব্যর্থতা নিয়ে নীরবই থাকলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। (আরও পড়ুন: ভারতের 'রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট' হ্যাক করেছে চিন? মুখ খুলল সেনা)
আরও পড়ুন: বিতর্কের আবহে অভ্যুত্থান নিয়ে মুখ খুললেন বাংলাদেশি সেনা প্রধান খোদ, বললেন...
দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা-বাণিজ্য কিছুই চলবে না মন্তব্য করেন ইউনুস। তাঁর কথায়, 'দেশবাসীর মত আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই। কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে চায়। দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনও গতি নেই।' (আরও পড়ুন: কক্সবাজারে মিলল একটা, দুটো নয়… আরাকান আর্মির ৬০ সেট ইউনিফর্ম,বাংলাদেশে কী হচ্ছে?)
আরও পড়ুন: সুর বদলে বড় ঘোষণা ট্রাম্পের, মার্কিন প্রতিশোধমূলক শুল্ক থেকে ছাড় পাবে ভারত?
এদিকে ইউনুস জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। যাতে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয়, তার জন্য় নির্বাচন কমিশনকে সব রকমের প্রস্তুতি নিতে বলা হয়েছে বলেও নিজের বক্তব্যে দাবি করেন প্রধান উপদেষ্টা। এদিকে দেশ এখনও 'যুদ্ধাবস্থায়' আছে বলে মন্তব্য করেন ইউনুস। তিনি বলেন, 'জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্যে দিয়েই অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হল। সব সময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি।' (আরও পড়ুন: সমীকরণ বদলাচ্ছে, ইউনুসের চিন সফরের আগেই বেজিংয়ে ‘ইতিবাচক’ বৈঠক ভারতের)
এদিকে দেশে 'গুজবের উৎসব' চলছে বলে অভিযোগ করেন ইউনুস। তিনি বলেন, 'গুজব হল এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন। গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সেনা কর্তা ও বিশেষজ্ঞরা গুজব রটানোর পিছনে দিন-রাত কাজ করছেন।বিপুল অর্থ খরচ করা হচ্ছে এর পিছনে। এর মূল লক্ষ্যই হল, জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তা ব্যর্থ হতে দেব না। ওঁরা এই ঐক্য ভাঙতে চায়। এদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারবেন না কখন তাদের খেলায় পুতুল হয়ে গিয়েছেন। সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে।'