বাংলা নিউজ > ঘরে বাইরে > Hindus attacked in Bangladesh: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়টি রাজনৈতিক, অতিরঞ্জিত করা হচ্ছে, দাবি ইউনুসের

Hindus attacked in Bangladesh: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়টি রাজনৈতিক, অতিরঞ্জিত করা হচ্ছে, দাবি ইউনুসের

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক: দাবি ইউনুসের (HT_PRINT)

মহম্মদ ইউনুস দেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার বিষয়টিকে অতিরিক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা সাম্প্রদায়িকতার চেয়ে বেশি রাজনৈতিক।’

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরেই হিন্দু এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক অত্যাচার শুরু হয়। মারধর থেকে শুরু করে ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর, লুটপাট, পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। তা নিয়ে আন্তর্জাতিক স্তরে তো বটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দাবি করেছেন, বাংলাদেশ হিন্দুদের উপর যে হামলা সেটি সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। এই বিষয়টিকে অতিরঞ্জিত করা হচ্ছে। একইসঙ্গে এবিষয়ে ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্ন তুলেছেন। 

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নারীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, খুন ছাত্রকে! প্রতিবাদ তসলিমার

মহম্মদ ইউনুস দেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার বিষয়টিকে অতিরিক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা সাম্প্রদায়িকতার চেয়ে বেশি রাজনৈতিক।’ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস বলেছেন, সংখ্যালঘুদের উপর আক্রমণ রাজনৈতিক অস্থিরতার একটি অংশ। মানুষের ধারণা যে বেশিরভাগ হিন্দুই শেখ হাসিনার আওয়ামী লিগ সরকারকে সমর্থন করত। সেই কারণে তার বিরোধীরা হামলা চালাচ্ছে।

তিনি বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রীকে  বলেছি যে এটা অতিরঞ্জিত করা হচ্ছে। এই সমস্যাটির বিভিন্ন দিক রয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লিগের নৃশংসতার পর দেশ যখন অস্থিরতার মধ্য দিয়ে যায় তখন তাদের সঙ্গে যারা ছিল তারাও হামলার সম্মুখীন হয়েছেন।’ উল্লেখ্য, ৫ অগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার একাধিক প্রতিবেদন প্রকাশ্যে আসে। স্থানীয় গণমাধ্যমের মতে, হিন্দু মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। আওয়ামী লিগের দুই হিন্দু নেতাকে হত্যা করা হয়। ইউনুস বলেন, কিছু মানুষ এই ঘটনাকে অপব্যবহার করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীকে তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশ হিন্দু এবং অন্যান্য সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষাকে অগ্রাধিকার দেবে। এই হামলা রাজনৈতিক প্রকৃতির এবং সাম্প্রদায়িক নয়।

 তিনি দাবি করেছেন, ‘ভারত এসব ঘটনাকে ব্যাপকভাবে প্রচার করছে। আমরা বলিনি যে আমরা কিছুই করতে পারি না। যা করার তাই আমরা করছি।’ অন্যদিকে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হতে পারে বলে নয়াদিল্লির যে ভাবনা তা বদল করা প্রয়োজন বলে তিনি জানান। ভারতকে ভাবতে হবে যে অন্যান্য দেশের মতো বাংলাদেশও আরেকটি প্রতিবেশী।

 

 

পরবর্তী খবর

Latest News

'যোগ্যতা না থাকলেও সন্দীপের হাত মাথায় থাকায় হাউজস্টাফশিপ পেয়েছিল আশিস পাণ্ডে' কে বলবে দুই বাচ্চার মা! পুলের ধারে মনোকিনিতে শুভশ্রী,ছেলের সঙ্গে ব্যস্ত জলকেলিতে সালোকসংশ্লেষের রাসায়নিক বিক্রিয়া কেমন করে হয়?‌ পড়ুয়াদের বোঝালেন সুকান্ত স্যার ১০ হাজার করে ঢুকবে কয়েক লাখের অ্যাকাউন্টে,দেবীপক্ষে ১৩৩ কোটি পাঠাতে শুরু সরকারের লুক সেট, প্রমো শ্যুট সব হয়ে গিয়েছিল,তবু কেন 'অনুরাগের ছোঁয়া' ছাড়লেন দিতিপ্রিয়া? এক বছর ধরে ভয় দেখিয়ে লাভ না হওয়ায় সন্দীপই কষেন খুনের ছক: রিপোর্ট ফর্মের অভাবে ধুঁকছেন, তার মধ্যেই অধিনায়ক হরমনপ্রীতকে নিয়ে বড় ঘোষণা কোচের ওয়েলকাম টু মাই চ্যানেল-চাহাল টিভি অতীত, BCCI-র নয়া তারকা পঞ্জাবের উদীয়মান পেসার নজরে চার পুলিশ আধিকারিক, আরজি কর কাণ্ডের তদন্তে বড় 'ব্রেকথ্রু' পাবে CBI? পুজোয় জমা হওয়া রাশি রাশি ফুল ফেলে না দিয়ে বানিয়ে নিন ধূপ! কমবে পরিবেশ দূষণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.