বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh interim govt advisors: বাংলাদেশের ‘প্রধান’ হিসেবে শপথ ইউনুসের, উপদেষ্টার মধ্যে আছেন ছাত্রনেতা, ২ হিন্দু

Bangladesh interim govt advisors: বাংলাদেশের ‘প্রধান’ হিসেবে শপথ ইউনুসের, উপদেষ্টার মধ্যে আছেন ছাত্রনেতা, ২ হিন্দু

'নয়া' বাংলাদেশের সূচনা হল। শপথগ্রহণ করলেন মহম্মদ ইউনুস। (ছবি সৌজন্যে রয়টার্স)

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করলেন মহম্মদ ইউনুস। উপদেষ্টাদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তথা হাসিনা সরকারের পতনের অন্যতম কারিগর নাহিদ ইসলাম। আছেন দুই হিন্দুও।

শেখ হাসিনা যুগ পেরিয়ে নয়া অধ্যায় শুরু হল বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিট (স্থানীয় সময় অনুযায়ী) নাগাদ বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। শপথবাক্য পাঠের পরে রীতি মেনে স্বাক্ষর করে ইউনুস। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। তবে আজ শপথগ্রহণ করেছেন ১৩ জন। বঙ্গভবনের তরফে জানানো হয়েছে যে সুপ্রদীপ চাকমা, বিধানরঞ্জন রায় এবং ফারুকি আযম ঢাকায় নেই। তাই আজ তাঁরা শপথগ্রহণ করেননি। তাঁরা দ্রুত শপথগ্রহণ করবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Modi on Bangladeshi Hindus: হিন্দুদের সুরক্ষা দিন, ইউনুসকে শুভেচ্ছার মধ্যেই বাংলাদেশকে সুকৌশলী বার্তা মোদীর

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন কারা কারা?

বাংলাদেশের সামরিক বাহিনী শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে যে ১৬ জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়, তাঁদের মধ্যে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তথা হাসিনা সরকারের পতনের অন্যতম কারিগর নাহিদ ইসলাম। তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের তালিকায় ঠাঁই পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও এক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আছেন দুই হিন্দুও।

১) সালেহউদ্দিন আহমেদ।

২) আসিফ নজরুল। 

৩) আদিলুর রহমান খান। 

৪) হাসান আরিফ। 

৫) তৌহিদ হোসেন।

৬) সৈয়দা রেজওয়ানা হাসান। 

৭) শারমিন মুরশিদ।

৮) বিধানরঞ্জন রায়।

৯) ফারুকি আযম।

১০) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।

১১) সুপ্রদীপ চাকমা।

১২) আ.ফ.ম খালিদ হাসান। 

১৩) ফরিদা আখতার।

১৪) নুরজাহান বেগম।

১৫) মহম্মদ নাহিদ ইসলাম।

১৬) আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আরও পড়ুন: Sheikh Hasina's Location Update: ‘তাঁর পরিকল্পনা…….’, হাসিনা কতদিন ভারতে থাকছেন? মুখ খুলল বিদেশ মন্ত্রক, কী হবে?

বাংলাদেশের ‘প্রধান’ হওয়ার পরে প্রথম বার্তা ইউনুসের

প্রথম ভাষণে ইউনুস বলেন যে ‘নিষ্ঠুর স্বৈরচারী সরকার দূর হে’। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচার হবে। নির্ভয়ে মতপ্রকাশ করা যাবে। স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন মানুষ। বাংলাদেশের তরুণদের পক্ষে কিছুই অসম্ভব নয়। তাঁরা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন বলে মন্তব্য করেছেন ইউনুস। সেইসঙ্গে তিনি বলেন, ‘সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাশ বাংলাদেশ, সাবাশ বাংলাদেশের ছাত্ররা।’

আরও পড়ুন: Who is Muhammad Yunus: মেসি নাকি এগিয়ে এসে ছবি তুলেছিলেন তাঁর সঙ্গে, বাংলাদেশের ‘বকলম’ প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুস কে

পরবর্তী খবর

Latest News

শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে? বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা ৭১ শতাংশ কর্মচারী চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করে, চমক রিপোর্টে 'অভিজিতের পরিবারের পাশে আছি'- দাবি কলকাতা পুলিশের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.