বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা সোজা কথায় বলতে গেলে সরকারের প্রধনমন্ত্রী হিসেবে উঠে এসেছে তাঁর নাম। এহেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনাকে 'স্বৈরশাসক' আখ্যা দেন। পাশাপাশি বলেন, 'আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে।' উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ ভোরে জানান, ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে তারা। ইউনুসের সঙ্গে নাকি এই নিয়ে কথা হয়েছে আন্দোলনকারী ছাত্রদের। ডঃ ইউনুস নাকি তাঁদের দাবিতে সায় দিয়েছেন। (আরও পড়ুন: মাশরাফির বাড়ি দেখিয়ে দাবি, 'পুড়ছে লিটনের বাড়ি', ভুয়ো খবর নিয়ে সতর্ক WB পুলিশ)
আরও পড়ুন: বাংলাদেশে রামকৃষ্ণ মিশন, ইসকন সহ ৯ মন্দিরে হামলা, ২৯ জেলায় আক্রান্ত সংখ্যালঘুরা
আরও পড়ুন: হাসিনার বিদায়ে 'খুশি' USA, নীরব সোমের অরাজকতা নিয়ে, UN তদন্তের দাবি ব্রিটেনের
এদিকে এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনুস বললেন, 'বাংলদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পরিণত হতে পারে। সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মায়ানমার, ভারতের উত্তরপূর্বের ৭ রাজ্য এবং পশ্চিমবঙ্গে। বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে এই অঞ্চলের জন্যে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। কারণ এখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গার বাস।' এদিকে দেশের যুব সমাজের কথা উল্লেখ করে ইউনুস বলেন, 'বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে অধিকাংশই যুব সমাজ। তবে তারা কোনওদিন ভোটাধিকার প্রয়োগ করেনি। আমাদের নিশ্চিত করতে হবে যাতে এই সব বাংলাদেশিরা শান্তিতে থাকতে পারেন। তাঁরা আইনশৃঙ্খলা মেনে চলেন। আমাদের এই যুব সমাজের সঙ্গে কথা বলে শুরু করতে হবে দেশ গড়ার কাজ।'
প্রসঙ্গত, গতকালই পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আবহে দেশটি আপাতত কোনও শাসকবিহীন অবস্থায় আছে। বর্তমানে সেখানে সব ক্ষমতা সেনার হাতে। এমনকী সেনা প্রধানই গতকাল হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন এবং অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানান। বিএনপি, জামাত সহ আওয়ামি লিগ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গেই 'সুন্দর আলোচনা'র কথাও জানান সেনা প্রধান। পরে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, সেনা সমর্থিত কোনও সরকার তারা মানবে না। এমনকী রাষ্ট্রপতি শাসনও তারা মানবে না। তাহলে তারা কি চায়? সোমবার রাতে তারা জানিয়েছিল, পরবর্তী সরকারের রূপরেখা ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। এই আবহে মঙ্গলবার ভোর হতে না হতেই নিজেদের দাবির কথা জানালেন আন্দোলনকারীরা। জানানো হল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ ভোরে জানান, ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে তারা।
এদিকে জানা গিয়েছে, গতকালও হিংসা জারি থাকায়, ২১ জুলাই থেকে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ৪৪০-এর গণ্ডি ছাড়িয়েছে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, সোমবারের সংঘর্ষে বাংলাদেশে মৃত্যু হয়েছে ১৩৫ জনের।