অন্যদিকে ব্লুমবার্গের তালিকা অনুযায়ী গৌতম আদানির নেট ওয়ার্থ ৮৩.৯ বিলিয়ন মার্কিন ডলার। গত বুধবার এক রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ। তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 'শেয়ার ম্যানিপুলেশন' এবং 'প্রচুর ঝুঁকিপূর্ণ ঋণে'র অভিযোগ তোলা হয়। এরপরেই শেয়ার পড়তে শুরু করে।
1/6হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট। আর তার জেরে দ্রুত হারে পড়ল আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার। অবস্থা এমনই যে, বিশ্বের চতূর্থ ধনীতম থেকে নেমে দশম ধনীতম ব্যক্তির স্থানে নেমে এলেন গৌতম শান্তিলাল আদানি। এমনটাই বলছে ফোর্বস বিলিয়নেয়ার লিস্ট। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
2/6আর এর ফলে ফের ভারতের ধনীতম ব্যক্তির স্থানে চলে এলেন মুকেশ আম্বানি। বর্তমানে পৃথিবীর নবম ধনীতম ব্যক্তি তিনি। তাঁর নেট ওয়ার্থ প্রায় ৮৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Bloomberg)
4/6গত বুধবার এক রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ। তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 'শেয়ার ম্যানিপুলেশন' এবং 'প্রচুর ঝুঁকিপূর্ণ ঋণে'র অভিযোগ তোলা হয়। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
5/6যদিও আদানি গোষ্ঠী এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। যদিও তাতে সংস্থার ৭ শেয়ারে ধস নামা থামানো যায়নি। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
6/6তবে এরই মধ্যে আদানি এন্টারপ্রাইজের FPO-ও সম্পন্ন করেছেন গৌতম আদানি। বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সহায়তায় মোটামুটি সম্পূর্ণ সাবস্ক্রাইব হয়েছে সেই অফারিং। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশও গৌতম আদানির হয়ে সমর্থনে গলা চড়িয়েছেন। ফাইল ছবি : রয়টার্স (Bloomberg)