বাংলা নিউজ > ঘরে বাইরে > Mukesh Ambani in Somnath Temple: শিবরাত্রিতে ছেলে আকাশকে নিয়ে সোমনাথ মন্দিরে মুকেশ আম্বানি, দানের অঙ্কে ঘুরবে মাথা

Mukesh Ambani in Somnath Temple: শিবরাত্রিতে ছেলে আকাশকে নিয়ে সোমনাথ মন্দিরে মুকেশ আম্বানি, দানের অঙ্কে ঘুরবে মাথা

আকাশ আম্বানি ও মুকেশ আম্বানি  (PTI)

মহা শিবরাত্রি উপলক্ষে গতকাল গুজরাটের সোমনাথ মহাদেব মন্দিরে গিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে তথা রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। বাবা-ছেলেকে সোমনাথ মন্দিরে মহাদেব বন্দনা করতে দেখা যায়।

মহা শিবরাত্রি উপলক্ষে গতকাল গুজরাটের সোমনাথ মহাদেব মন্দিরে গিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে তথা রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। বাবা-ছেলেকে সোমনাথ মন্দিরে মহাদেব বন্দনা করতে দেখা যায়। এদিকে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি মন্দিরে ১.৫১ কোটি টাকা দান করেন আম্বানি।

সংবাদসংস্থা এএনআই মুকেশ ও আকাশ আম্বানির প্রার্থনা করার ছবি টুইট করে। দেখা যায়, মুকেশ আম্বানি হালকা গোলাপী ও তাঁর তাঁর ছেলে হালকা সবুজ রঙের সিল্কের পাঞ্জাবি পরে আছেন। রুপোর পাত্র থেকে শিবঠাকুরের মাথায় ডল ঢালছেন তাঁরা। অপর এক ছবিতে দেখা যায়, মুকেশ আম্বানি শিবঠাকুরের সামনে হাত দিয়ে প্রণাম করছেন এবং আকাশ হাতজোড় করে রয়েছেন, তাঁর চোখ বন্ধ। এদিকে মন্দিরের পুরোহিতকে আম্বানিদের মাথায় চন্দনের টিকা দিতে দেখা গিয়েছে। সঙ্গে তাঁদের ঘাড়ে একটি কাপড় জড়িয়ে দিচ্ছেন।

গত বছর সেপ্টেম্বরে, মুকেশ আম্বানি অন্ধ্রপ্রদেশের তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরে গিয়েছিলেন। সেখানে তিনি দেড় কোটি টাকার অনুদান দিয়েছিলেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে অনন্তের বাগদত্তা রাধিকা মার্চেন্ট এবং রিলায়েন্স রিটেইল লিমিটেডের পরিচালক মনোজ মোদী। এবার শিবরাত্রি উপলক্ষে ফের একবার মুকেশ আম্বানিকে একটি মন্দিরে দেখা গেল এবং তিনি বড় অঙ্কের একটি অনুদান করলেন এবারও।

বর্তমানে দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। আদানির পতনে রিলায়েন্স কর্তা ফিরে পেয়েছেন নিজের শীর্ষস্থান। বিশ্বের ধনীতম তালিকাতেও প্রথম দশজনের তালিকায় রয়েছেন তিনি। মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ বিলিয়ন ডলারের ওপরে। এদিকে গত ২ বছরে, রিলায়েন্স থেকে কোনও ভাতা, অবসরকালীন সুবিধা নেননি মুকেশ আম্বানি। কমিশন বা স্টক অপশনও গ্রহণ করেননি তিনি। আগে, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বছরে ১৫ কোটি টাকা করে বেতন নিতেন তিনি। বাকি ভাতা নিয়ে সেটা দাঁড়াত প্রায় ২৪ কোটি টাকা। এদিকে ধীরে ধীরে তাঁর সাম্রাজ্য নিজের সন্তানদের হাতে তুলে দিচ্ছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির সাম্রাজ্যের তিনজন উত্তরাধিকারী রয়েছেন।

বন্ধ করুন