মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার দেনা শোধের জন্য,২৫,৫০০ কোটি টাকা ঋণ নিতে চাইছে বলে খবর। এমনই তথ্য দিয়েছে ব্লুমবার্গের রিপোর্ট। গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা সম্ভবত রেকর্ড তৈরি করেছে ঋণের টাকার অঙ্কে।
রিপোর্ট বলছে, বহু ঋণদাতাদের সঙ্গে এবার কথা শুরু করেছে রিলায়েন্স। রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, এই ঋণ ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে ‘ওয়াইডার মার্কেটে’ সিন্ডিকেট করা হবে। জানা যাচ্ছে, যে ঋণ নিয়ে এই বকেয়া টাকা শোধ করার চেষ্টায় রয়েছে রিলায়েন্স সেই ঋণ নেওয়ার চূড়ান্ত শর্ত কী হতে পারে তা এখনও স্থির হয়নি বলে খবর। তবে রিপোর্ট বলছে, পরের বছর এই ইন্ডাস্ট্রিজের ধার মেটানোর দায়বদ্ধতা ২.৯ বিলিয়ন মার্কিন ডলার। এই ঋণ দেওয়ার জন্য ৫৫ টি ব্যাঙ্ক ইতিমধ্যেই এগিয়ে এসেছে। কারণ যেকোনও ব্যাঙ্কই প্রথম সারির সংস্থার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী হবে। আর সেই সূত্র ধরেই তারা এই ঋণ দানে এগিয়ে এসেছে।
প্রসঙ্গত, যদি এই ঋণ নেওয়া হয়, তাহলে হবে এটি হবে রিলায়েন্সের অফশোর বাজারে প্রত্যাবর্তন। এর আগে সংস্থাটি গত বছর ৮ বিলিয়ন ডলার ঋণ নিয়েছিল।
এদিকে, বাজারে মার্কিন ডলারের তুলনায় রেকর্ড হারে নিচে রয়েছে ভারতীয় মুদ্রা। নভেম্বরে স্থানীয় ইকুইটি বাজার থেকে ক্রমাগত মূলধনের বহিঃপ্রবাহ ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সময়ই মুকেশ আম্বানির এই ঋণ গ্রহণের খবর আসছে। সম্প্রতি রিলায়েন্সের রেটিং ‘Baa 2’ নিশ্চিত করেছে মুডিজ। জানিয়েছে, সংস্থার আর্থিক পরিস্থিতি যথেষ্ট শক্তিশালী। উচ্চ মূলধন ব্যয়ের পরও এই পরিস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে। বিরল ঘটনা এটাই যে, ভারতের সর্বভৌম রেটিং-র চেয়ে একধাপ উঁচু রেটিং পেয়েছে রিলায়েন্স।