বাংলা নিউজ > ঘরে বাইরে > Naturals: এবার বিউটি স্যালোঁ-র ব্যবসাতেও প্রবেশ Reliance-এর

Naturals: এবার বিউটি স্যালোঁ-র ব্যবসাতেও প্রবেশ Reliance-এর

গ্রুম ইন্ডিয়া স্যালনস অ্যান্ড স্পা' এর অধীনস্থ এই স্যালোঁ চেইন। সারা দেশে ৭০০টিরও বেশি ন্যাচারালস স্যালোঁ রয়েছে। অধিগ্রহণের পরেও এই সংস্থার অধীনেই ব্যবসা এগোতে থাকবে। রিলায়েন্সের তহবিল ব্যবহার করে তাদের আউটলেটের সংখ্যা আরও বাড়াতে সুবিধা হবে।