বাংলা নিউজ > ঘরে বাইরে > মুকেশ আম্বানির গাড়ি চালক মাসে কত বেতন পান জানেন? বিশ্বাস হবে না!

মুকেশ আম্বানির গাড়ি চালক মাসে কত বেতন পান জানেন? বিশ্বাস হবে না!

ফাইল ছবি: , রয়টার্স, পিটিআই (Reuters, PTI)

সত্যি বলতে, আর পাঁচজন গাড়ি চালকের সঙ্গে মুকেশ আম্বানির গাড়ির চালককে গুলিয়ে ফেললে ভুল করবেন। আম্বানি পরিবারের গাড়ি চালানোর দায়িত্ব মোটেও কোনও মুখের কথা নয়। একটি আন্তর্জাতিক মানের ঠিকাদারি সংস্থার মাধ্যমে এই চালকদের নিয়োগ করা হয়।

আমাদের সমাজে অনেক সময়েই পেশার ভিত্তিতে মানুষকে খাটো করে দেখা হয়। যিনি যত বড় চাকরি করেন, তাঁর বেতন তত বেশি। সেই হিসাবে তাঁদের প্রাপ্য সম্মান নির্ধারণ করে এই সমাজ।

ফলে বেশ কিছু সাধারণ কাজকেই 'খাটো' করে দেখেন বহু মানুষ। কিন্তু আর পাঁচজনের থেকে সম্পূর্ণ আলাদা মুকেশ আম্বানি। ভারতের ধনীতম ব্যক্তি জানেন, কোনও কাজই ছোট নয়। তাই তাঁদের দায়িত্ব পালনের যোগ্য সম্মান দেন তিনি। ব্যক্তিগত কর্মীদের বেতন প্রদানের ক্ষেত্রে তাই নজির স্থাপন করেছেন রিলায়েন্স কর্তা।

২০১৭ সালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মুকেশ আম্বানির ব্যক্তিগত গাড়ির চালকের বেতন কত জানেন? বছরে ২৪ লক্ষ টাকা। অর্থাত্, মাসে প্রায় ২ লক্ষ টাকা বেতন পেতেন মুকেশ আম্বানির গাড়ির চালক। তবে সেটা ৫-৬ বছর আগের কথা। ২০২৩ সালে তাঁর বেতন আরও বেড়ে গিয়েছে। 

এত বেতন কেন?

সত্যি বলতে, আর পাঁচজন গাড়ি চালকের সঙ্গে মুকেশ আম্বানির গাড়ির চালককে গুলিয়ে ফেললে ভুল করবেন। আম্বানি পরিবারের গাড়ি চালানোর দায়িত্ব মোটেও কোনও মুখের কথা নয়।

একটি আন্তর্জাতিক মানের ঠিকাদারি সংস্থার মাধ্যমে এই চালকদের নিয়োগ করা হয়। তার আগে তাঁদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন বিলাসবহুল গাড়ি চালানোর তালিম পান তাঁরা। তাছাড়া আপদকালীন পরিস্থিতিতে কীভাবে বেরিয়ে আসতে হবে, দুর্ঘটনার মুহূর্তে কী করণীয়, কোনও কনভয়ে গাড়ি চালানোর প্রোটোকল ইত্যাদি বহু কঠিন বিষয়ে তাঁদের মাসের পর মাস তালিম নিতে হয়। এরপরেই 'ভিভিআইপি' গাড়ি চালক হিসাবে নিয়োগ পান তাঁরা। আর সেই কারণেই এমন চড়া বেতন। এঁদের নিরাপত্তা কর্মী হিসাবেই ভাবতে পারেন।

তাছাড়া চালক হিসাবে তাঁদের সততারও একটি প্রশ্ন থাকে। আম্বানি পরিবারের সদস্যরা, মুকেশ আম্বানি কখন কোথায় যাচ্ছেন, গাড়িতে কী কথা বলছেন, কার সঙ্গে দেখা করছেন, সেই সবই জানতে পারেন এই চালকরা। ফলে তাঁদের গোপনীয়তা ও সততার মূল্য রয়েছে। আরও পড়ুন: 'আম্বানি,বচ্চন,ধর্মেন্দ্রর বাড়িতে বোমা রয়েছে', ভুয়ো হুমকি ফোন নাগপুর পুলিশকে!

যদিও গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে, ঠিক কোন এজেন্সি থেকে এই চালকদের নিয়োগ করা হয়, তা প্রকাশ করে না আম্বানি পরিবার। তাঁদের ব্যক্তিগত বিবরণও গোপন রাখা হয়।

তবে আম্বানি পরিবারের বিভিন্ন বর্তমান ও প্রাক্তন কর্মীদের দাবি, আর পাঁচটা ধনী পরিবারের তুলনায় অনেক বেশি দরাজ আম্বানি পরিবার। তাঁদের বাড়ির রাঁধুনি, নিরাপত্তা কর্মী, সাফাই কর্মী, প্রত্যেকেরই দাবি, তাঁদের দুর্দান্ত বেতন ও সুযোগসুবিধা দেন আম্বানি পরিবার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন