ধীরুভাই আম্বানির জন্মবার্ষিকীর দিন রিলায়েন্স ফ্যামিডি ডে পালিত হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে মুকেশ আম্বানি জানান, বর্তমানে রিলায়েন্স এক ব্যাপক পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৫ বছর পর রিলায়েন্স তার ৫০তম বর্ষে পা দেবে।
1/5তিন সন্তানের মধ্যে ব্যবসার ভাগ এখন থেকেই তৈরি রাখছেন মুকেশ আম্বানি। ক্রমেই তাঁদের হাতেই তুলে দেবেন এই বিশাল রিলায়েন্স সাম্রাজ্যের গুরুদায়িত্ব। মূলত টেলিকম, রিটেল এবং নতুন সবুজ শক্তি- এই তিন ভাগে ব্যবসার উত্তরাধিকার সাজাচ্ছেন তিনি। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (PTI)
2/5ধীরুভাই আম্বানির জন্মবার্ষিকীর দিন রিলায়েন্স ফ্যামিডি ডে পালিত হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে মুকেশ আম্বানি জানান, বর্তমানে রিলায়েন্স এক ব্যাপক পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৫ বছর পর রিলায়েন্স তার ৫০তম বর্ষে পা দেবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5বড় ছেলে আকাশ, টেলিকম ব্যবসার দায়িত্ব নেবেন। ইতিমধ্যেই Jio-কে তিনিই সামলাচ্ছেন। এবং তাতে যে তিনি বেশ সফল, তা বলাই বাহুল্য। ফাইল ছবি: জিও (PTI)
4/5আকাশের যমজ বোন ইশা আম্বানির হাতে থাকবে রিলায়েন্সের রিটেল ব্যবসার লাগাম। এই ব্যবসার ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করছে রিলায়েন্স গোষ্ঠী। (ছবি ইনস্টাগ্রাম) (PTI)
5/5অন্যদিকে মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্তকে দেওয়া হবে নতুন সবুজ শক্তির ব্যবসার ভার। বর্তমানে তাঁকে সেই দায়িত্ব গ্রহণের জন্য তৈরি করা হচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার অনন্ত আম্বানির সঙ্গে তাঁর বান্ধবী রাধিকা মার্চেন্টের বাগদান সম্পন্ন হয়। ফাইল ছবি: টুইটার (PTI)